Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মেহেরপুর পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান




বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ইশতিয়াক আহমেদের উপর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। জাতীয় নাগরিক কমিটির সদস্য সাহেব মাহমুদের নেতৃত্বে। মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক তামিম ইসলাম, সদস্য সিয়াম আহমেদ, ইশতিয়াক আহমেদ, জাতীয় নাগরিক কমিটির সদস্য খন্দকার মুইজ। পরে মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমের হাতে স্মারকলিপি প্রদান করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ইসতিয়াক আহমেদের ওপর আজ মাগরিবের পর একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে বিষয়টি থানার ওসি স্যারকে জানানো হয়েছে এবং তিনি দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন। ইসতিয়াক আহামেদ জানান, গোভিপুর ব্রিজ থেকে নেমে প্রাইমারি ও হাইস্কুলের মাঝামাঝি জায়গায়, যেখানে কোনো ল্যাম্প পোস্ট নেই, সেখানে কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে তাকে দাঁড় করায়। তখনই একজন আমার কলার ধরে। ঠিক তখন পিছন থেকে কেউ বাঁশজাতীয় কিছু দিয়ে আমার পিঠে আঘাত করে। এতে মুখ দিয়ে রক্ত উঠে আসে, যা হামলাকারীদের একজনের শরীরে লাগে। এতে সে কিছুটা পিছিয়ে যায়। ডান পাশে থাকা আরেকজনকে চড় মারার পর আমি স্টার্ট থাকা বাইক দ্রুত চালিয়ে বাসার দিকে চলে আসি।”






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply