মেহেরপুরের মদনা ডাঙ্গা এফসি টাইব্রেকারে ৪-৩ গোলে সেভেন ওয়ারিয়ার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন
মেহেরপুরের মদনা ডাঙ্গা এফসি টাইব্রেকারে ৪-৩ গোলে সেভেন ওয়ারিয়ার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার বিকেলে হান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মদনা ডাঙ্গা পাওয়ার এফসি টাইব্রেকারে ৪-৩ গোলে সেভেন ওয়ারিয়ার্সকে পরাজিত করে। নির্ধারিত সময় খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় টাইব্রেকারের আশ্রয় নিতে হয়।
টাইব্রেকারে পাওয়ার এফসির পক্ষে সুমন, শাকিল, শুভ এবং তপন একটি করে গোল করেন। সেভেন ওয়ারিয়ার্সের সুমন, সজীব ও জিহাদ একটি কল করেন।
খেলায় জিহাদ সেরা উদীয়মান খেলোয়াড়, সজীব প্রথম গোলদাতা ও সেরা ডিফেন্ডার, সুমন সর্বোচ্চ গোলদাতা, তরিকুল ইসলাম সেরা গোলরক্ষক, শাহীন সেরা মিডফিল্ডার, তরিকুল ম্যান অব দা ফাইনাল এবং শাকিল ম্যান অব দা টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রাক্তন ফুটবলার ইমদাদুল হক এমদাদ পুরস্কার তুলে দেন।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা যোগ করুন ::
আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬,
সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০,
শহিদুল ইসলাম সাইদুল,বিশেষ প্রতিনিধি , মোবাইল:০১৬৭০১৯৯৯৫৫,
মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
No comments: