Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » মুজিবনগর উপজেলার যতারপুর মাঠে মেহেরপুর-২ নম্বর ওয়ার্ড পচানিব্বই রানে মেহেরপুর-৯ নং ওয়ার্ডকে পরাজিত করেছে




মুজিবনগর উপজেলার যতারপুর মাঠে মেহেরপুর-২ নম্বর ওয়ার্ড পচানিব্বই রানে মেহেরপুর-৯ নং ওয়ার্ডকে পরাজিত করেছে। মুজিবনগর উপজেলার যতারপুর ক্রিকেট টিমের উদ্যোগে, যতারপুর মাঠে অনুষ্টিত মরহুম মওলা বক্স (বেবি) চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর-২ নং ওয়ার্ড ফাইনালে উঠেছে। শুক্রবারে বিকালে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর-২ নম্বর ওয়ার্ড পচানিব্বই রানে মেহেরপুর-৯ নং ওয়ার্ডকে পরাজিত করে। টস জিতে মেহেরপুর-২ নং ওয়ার্ডের অধিনায়ক ব্যাটিং এর সিদ্ধান্ত নেন।প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর-২ নং ওয়ার্ড পনোরো ওভারে ৫ উইকেট হারিয়ে ২ শত পয়ষট্টি রান সংগ্রহ করে। দলের পক্ষে ওমর ১শত তেরো এবং ডায়ান চুয়ল্লিশ রান করেন। জবাবে খেলতে নামে মেহেরপুর-৯ নং ওয়ার্ড পনোরো ওভারের ৭ উইকেট হারিয়ে ১ শত সত্তর রান সংগ্রহ করে। দলের পক্ষে প্রমি সর্বোচ্চ পয়ত্রিশ রান করেন। খেলায় ওমর ম্যান অব দ্যা ম্যাচ এবং ডায়ান গেম চেঞ্জার এর পুরস্কার লাভ করেন। খেলা শেষে রিমন, লাবিব, আনোয়ার ও আকাশ ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন :: আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, শহিদুল ইসলাম সাইদুল,বিশেষ প্রতিনিধি , মোবাইল:০১৬৭০১৯৯৯৫৫, মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply