মেহেরপুরের আমঝুপি খামারের কাছে গাংনীর কচুঁয়খালী গ্রামে লাল্টুর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
মেহেরপুরের আমঝুপি খামারের কাছে গাংনীর কচুঁয়খালী গ্রামে লাল্টুর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মিনারুল নামের এক ব্যক্তি আহত হয়েছেন।
সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত লালটু মেহেরপুরের গাংনী উপজেলার কচুঁয়খালী গ্রামের আহমেদ আলী ছেলে এবং আহত মিনারুল একই গ্রামের জামাল শাহার ছেলে।
জানা গেছে নিহত ও আহত দুই ব্যক্তি মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের মেহেরপুর সদর উপজেলার আমঝুপি খামারের পাশে পড়ে থাকে দেখে পথচারীরা মেহেরপুরগামী একটি অ্যাম্বুলেন্স থামিয়ে মিনারুলকে তুলে দেয়।
পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা লালটুকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহত মিনারুল এর অবস্থা আশঙ্কাজনক। কিভাবে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারছেন না।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন ::
আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬,
সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০,
শহিদুল ইসলাম সাইদুল,বিশেষ প্রতিনিধি , মোবাইল:০১৬৭০১৯৯৯৫৫,
মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
No comments: