Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » গন্ধভাদালীর ওষুধি ব্যবহার




গন্ধভাদালীর ওষুধি ব্যবহার

অন্যান্য ব্যবহার :খাদ্য, ওষুধি ও সৌন্দর্য বর্ধনকারী গাছ।ওষুধি গাছ, তবে গন্ধভাদালির বড়া বাংলাদেশের খাদ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ। বিশেষত হজম ও পেটের নানাবিধ উপ্সর্গ বা পীড়ার জন্য নিয়মিত খাওয়া হয়। গন্ধভাদালীর ওষুধি ব্যবহার: গন্ধভাদালীর প্রধান ব্যবহার আমাশয় বা পেটের অসুখে। আমাশয়ে গন্ধভাদালী পাতার রস ৩/৪ চা-চামচ একটু গরম করে ৮/১০ ফোঁটা মধু মিশিয়ে খেলে সেরে যায়। শিশুদের পেটের অসুখে, পেট ফাঁপায় গন্ধভাদালী পাতার রস দারুন কাজ দেয়। চরেক সংহিতায় উল্লেখ রয়েছে, হাত বা পায়ের শিরা সংকুচিত হলে পাতা বেটে তিল তেলের সাথে মিশিয়ে গায়ে মাখলে উপকার পাওয়া যায়। গন্ধভাদালী পাতার সসের সাথে এক কোয়া রসুন চিবিয়ে খেলে ২/৪ দিনের মধ্যেই আমবাতের যন্ত্রণা লাঘব হয়। পক্ষাঘাতেও এটি ব্যবহারের বিধান আছে। শুক্রতারল্যে বা কমে গেলে দুই চা-চামচ পাতার রসের সাথে ঘন গরম দুধ মিশিয়ে খাওয়ার উপদেশ দিয়েছেন প্রাচীন বৈদ্যগোষ্ঠী। কোষ্ঠকাঠিন্যে গন্ধভাদালী পাতার রস সকালে লবনের সাথে মিশিয়ে খেলে অচিরেই সেরে যায়। ৩ গ্রাম কাঁচা হলুদ বাটার সাথে দুই চা-চামচ গন্ধভাদালী পাতার রস মিশিয়ে খেলে ২/১ দিনের মধ্যে অর্শের বলি মিলিয়ে যায়। দাঁতের ব্যথায় গন্ধভাদালি ফল খুবই উপকারী। এর ফল খেলে দাঁত কৃষ্ণবর্ণ ধারণ করে এবং দাঁতের ব্যথায় হিতকর। সর্দি জ্বর হলে গন্ধভাদালির পাতার রস করে খাওয়ালে সর্দি জ্বর কমে যায়। পাতলা পায়খানা হলে গন্ধভাদালির পাতা বেটে রস করে বড়দের আধ কাপ খাওয়ানো হয় এবং ছোটদের ২ চা, চামুচ দিনে দুইবার খাওয়াত হয়। পাতার জলীয় নির্যাস পাথর গলিয়ে দেয় এবং মূত্র বর্ধক হিশেবে কাজ করে।গ্রন্থনা: মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply