ছাদ বাগানের মাছি পোকা: দমন করার সহজ কিছু মাধ্যম
ছাদ বাগানের মাছি পোকা: দমন করার সহজ কিছু মাধ্যম
মাছি পোকা: শশা, ঝিঙ্গা,চিচিঙ্গা, লাউ, চালকুমড়া, মিষ্টিকুমড়া, করলা, কাকরোল এ এপোকার আক্রমণ দেখা যায়। লালচে বাদামি মাছির ঘাড়ে হলুদ দাগযুক্ত রেখা আছে। পাখা সবচ্ছ। পাখার নিচের দিকের কিনারায় কালো দাগ আছে।পেট মোটা, স্ত্রী মাছির পেছনে সরু ও চোখা ডিম পাড়ার সুঁইয়ের মতো নল আছে। ডিম সাদা নলের মতো এবং এক দিকে বাঁকা। স্ত্রী মাছি কচি ফলের নিচের দিকে ওভিপজিটর ঢুকিয়ে ডিম পাড়ে। ডিম পাড়ার স্থান থেকে পানির মত তরল পদার্থ বেড়িয়ে আসে যা শুকিয়ে বাদামী রং ধারন করে । ডিম থেকে কীড়া বের হয়ে ফলের শাস খেতে শুরু করে এবং ফল বিকৃত হয়ে যায় এবং হলুদ হয়ে পঁচে ঝরে যায়।
পোকা দমন:
১। সাদা (থ্রিপসের জন্য)ও হলুদ ( এফিড, জ্যাসিড, সাদা মাছির জন্য)আঠাযুক্ত বোর্ড স্থাপন করা।
২। পঞ্চাশ গ্রাম সাবানের গুড়া দশ লিটার পানিতে গুলে পাতার নিচে সপ্তাহে ২/৩ বার ভাল করে স্প্রে করা।
৩। সর্বশেষ ব্যবস্থা হিসাবে থ্রিপস, এফিড, জ্যাসিড,সাদা মাছি ও মিলিবাগ দমনে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা। গ্রন্থনা: মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
Tag: others world Zilla News
No comments: