ধর্ষকের শাস্তির দাবিতে মেহেরপুরে ছাত্র-জনতার মানবন্ধন
মেহেরপুরে ধর্ষকের শাস্তি হিসেবে মৃত্যুদন্ড কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র জনতা। আজ রবিবার বেলা তিনটার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে ছাত্র জনতার সাথে একমত পোষণ করে অংশগ্রহণ করে বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। জাতীয় নাগরিক কমিটি ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মেহেরপুর জেলা শাখার নেতা-কর্মী মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। মানববন্ধনে ধর্ষকের বিচারের দাবিতে প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে তারা।
এ সময় ধর্ষকের শাস্তির দাবিতে স্লোগানও দেয় অংশগ্রহণকারীরা। এ সময় বক্তব্য রাখেন বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ ও সংগঠনের প্রতিনিধিরা।
বর্তমানে দেশে আশংকাজনকহারে ধর্ষন বৃদ্ধি পেয়েছে। জনগণ শঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। ধর্ষনের এই ভয়াবহ পরিস্থিতিতে ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করা হলে এই সমস্যার সমাধান হতে পারে বলেন বক্তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্য সচিব মুজাহিদ ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান, খন্দকার মুইজ, দিলারা জাহানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করে মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন ::
আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬,
সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০,
মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
No comments: