মেহেরপুরে সদর উপজেলার বারাদি বাজারে বাজার মনিটরিং অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
মেহেরপুরে সদর উপজেলার বারাদি বাজারে বাজার মনিটরিং অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
পবিত্র রমজান উপলক্ষে মেহেরপুরে বাজার মনিটরিং অভিযানে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলার বারাদি বাজারে এ অভিযান চালান মেহেরপুর জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রমজানে চাহিদা বেশি থাকায় কিছু অসাধু ব্যবসায়ী অনৈতিক সুযোগ নেওয়ার চেষ্টা করেন। এ কারণে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংগঠন ‘ক্যাব’-এর মেহেরপুর জেলা সভাপতি রফিকুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলামসহ মনিটরিং কমিটির অন্যান্য সদস্যরা..মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন ::
আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬,
সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০,
মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
No comments: