রবিবার সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় গাংনী উপজেলার কসবা গ্রামের জাভেদ ওমর নিহত ও দু’বন্ধু আহত হয়েছেন
মোটরসাইকেল দুর্ঘটনায় গাংনী উপজেলার কসবা গ্রামের জাভেদ ওমর নিহত ও দু’বন্ধু আহত হয়েছেন
গাংনীতে সড়ক দুর্ঘটনায় জাভেদ ওমর নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার দু’বন্ধু আহত হয়েছেন। নিহত জাভেদ ওমর জেলার গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের কসবা গ্রামের স্বাধীন আলীর ছেলে। আহতরা হলেন-একই গ্রামের আনাজ আলীর ছেলে হুসাইন আলী ও পার্শ্ববর্তি ভাটপাড়া গ্রামের আবুল কাশেম এর ছেলে আবু বক্কর ।
রবিবার সন্ধ্যা রাতে ভাটপাড়া-কচুইখালি সড়কে একটি দ্রুতগামি মোটরসাইকেল অপর একটি বাইসাইকেলকে ধাক্কা দিলে,এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,রবিবার সন্ধ্যা রাতে জাভেদ ওমর ও তার দু’বন্ধু হুসাইন ও আবু বক্কর একটি মােটরসাইকেলযােগে ভাটপাড়া থেকে পার্শ্ববর্তি কচুইখালি বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ব্যবহৃত দ্রুতগামি মােটরসাইকেল একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এসময় তিন বন্ধু মােটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্বক ভাবে আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহত জাভেদ ওমর এর শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়ায় সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। তার শারীরিক অবস্থার আরাে অবনতি হওয়ায় উন্নত চিকিৎসা দেয়ার লক্ষে রাতেই ঢাকায় নেওয়ার সময় পথে মধ্যে মারা যান।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন ::
আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬,
সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০,
মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
Tag: English News games world Zilla News
No comments: