Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেহেরপুর বড়বাজার গড়ের জামে মসজিদে প্রতিদিন ইফতার করেন দেড় শত জন মানুষ।




মেহেরপুর বড়বাজার গড়ের জামে মসজিদে প্রতিদিন ইফতার করেন দেড় শত জন মানুষ। মেহেরপুর বড়বাজার গড়ের জামে মসজিদে প্রতিদিন ইফতার করেন দেড় শত জন । মেহেরপুর শহরের প্রান কেন্দ্র গড়ের জামে মসজিদটি মেহেরপুর পৌর সভার পাশেই অবস্থিত। এই মসজিদটির ঠিক বিপরীত পাশেই রয়েছে বৃহত্তর বড়বজার কাঁচাবাজার । ফলে এলাকাটি জন গুরুত্বপূর্ণ। এ ব্যপারে মেহেরপুর বড়বাজার গড়ের জামে মসজিদে সভাপতি মারুফ আহম্মেদ বিজন ও সাধারন সম্পাদক সোহেল আহম্মেদ বলেন প্রতিবছর রমজানে এই মসজিদে গণ ইফতারের আয়োজন করা হয়। এবারও রোজাদার মুসল্লিদের জন্য নেওয়া হয়েছে এই উদ্যোগ। যেখানে ধনী-গরিব থেকে শুরু করে প্রতিদিন দেড় শত জন জন মানুষ একসঙ্গে একই প্লেটে ইফতার করার সুযোগ পাচ্ছেন।মসজিদ কর্তৃপক্ষ জানায়, স্থানীয়দের দেওয়া আর্থিক সহযোগিতায় এই আয়োজন করা হচ্ছে। ইফতারে যারা অংশ নিতে আসেন তাদের অধিকাংশই বাজারের ক্ষুদ্র ব্যাবসায়ী ব্যাপারী,শ্রমিক , ভ্যান ও রিকশা চালক।গণ ইফতার কার্যক্রম শুরু হয় রমজানের প্রথম দিন থেকেই।এই মাসব্যাপীইফতার কার্যক্রম পরিচালনা করেন এই মসগিদের সহসভাপতি হাজী আসান হাবিব,যুগ্ম সম্পাদক আব্দুর রকীব ,মোহাম্মদ হাবিব,কোষাধ্যক্ষ নাজমুল হাসান ,প্রচার সম্পাদক মুনজুরুল টুটুল।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন :: আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply