গাংনীর কসবা ভাটপাড়া গ্রামের রিপন ব্রিকস, কসবা গ্রামের হিরা ব্রিকস এবং মহিষাখোলা গ্রামের দুই-স্টার ব্রিকস বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
গাংনীর কসবা ভাটপাড়া গ্রামের রিপন ব্রিকস, কসবা গ্রামের হিরা ব্রিকস এবং মহিষাখোলা গ্রামের দু-স্টার ব্রিকসকে ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
। একইসঙ্গে এসব ভাটার মালিকদের ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট প্রস্তুত ও বিক্রি করে আসছিল ওই ইটভাটাগুলো। এছাড়া কাঠ ব্যবহার করে ইট পোড়ানোয় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা (নিয়ন্ত্রণ) আইন-২০১৩’-এর ৪(১) ধারা লঙ্ঘিত হয়েছে।
অভিযানে কসবা ভাটপাড়া গ্রামের রিপন ব্রিকস, কসবা গ্রামের হিরা ব্রিকস এবং মহিষাখোলা গ্রামের দু-স্টার ব্রিকসকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোজাফফর হোসেন খান, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জামাল উদ্দিনের নেতৃত্বে একটি টিম এবং পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশবিধি লঙ্ঘনকারী এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন ::
আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬,
সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০,
মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
No comments: