মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের ভাংড়ির দোকান পুড়ে ছাই হয়ে গেছে
মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের ভাংড়ির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুকবার দিবাগত মধ্যরাতে আকষ্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানের সব মালামাল পুড়ে যায়। এতে আলমগীর হোসেনের আনুমানিক পয়ত্রিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, পুরন্দরপুর গ্রামে এক বিঘা জমির উপর আলমগীর হোসেনের ভাংড়ির দোকান ছিল। গেল মধ্যরাতে আকষ্মিক তার দোকানে আগুন ধরে যায়। মুহূর্তেই তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও মুজিবনগর থানা পুলিশের একাধিক দল আগুন নেভানোর কাজে সহায়তা করেন। তবে মুহূর্তেই দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শক সার্কিট থেকে আগুন ধরতে পারে বলে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। তবে এর পেছনে অন্য কোন রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন ::
আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬,
সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০,
মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
Tag: English News English Newsn Entertainment lid news world Zilla News
No comments: