বিশ্বের সবচেয়ে দ্রুততম গতির পতঙ্গটির নাম অস্ট্রেলিয়ান টাইগার বিটল (গুবরে পোকা)
বিশ্বের সবচেয়ে দ্রুততম গতির
পতঙ্গটির নাম অস্ট্রেলিয়ান টাইগার বিটল (গুবরে পোকা)। লম্বায় কুড়ি মিলিমিটার। এটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯ কিলোমিটার (৫ দশমিক ৫ মাইল)। শুনে খুব দ্রুতগতির মনে না হতে পারে, কিন্তু একটু ভিন্নভাবে দেখলে বিষয়টি আপনার চোখে অপেক্ষাকৃত চিত্তাকর্ষক হিসেবে ধরা দিতে পারে। আর তা হলো, পোকাটি প্রতি সেকেন্ডে তার শরীরের দৈর্ঘ্যের ১শত পচিশ গুণের সমান গতিতে চলতে পারে।
পোকাটি তার গতি এবং বিদ্যুৎগতির প্রতিক্রিয়া ব্যবহার করে চোখের পলকে মাছিসহ অন্যান্য পোকামাকড় ধরে ও খেয়ে ফেলে।গ্রন্থনা: মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
No comments: