গাংনীতে ক্রিকেট সিন্ডিকেট’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিন্ডিকেট রয়্যালস।
গাংনীতে ক্রিকেট সিন্ডিকেট’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিন্ডিকেট রয়্যালস।
ফাইনাল টুর্ণামেন্টে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট ওয়ারিয়র্স। তবে সিন্ডিকেট রয়্যালসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ দশমিক ৪ ওভারে ছিয়ানব্বই রানেই গুটিয়ে যায় ওয়ারিয়র্সের ইনিংস।
সাতানব্বই রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই টুর্নামেন্টের সেরা ব্যাটার শাওন আহমেদ আরিয়নের উইকেট তুলে নিয়ে লড়াইয়ের আভাস দিয়েছিল আসিফ আদনান। তবে ফাইনালের এ মঞ্চে ওয়ারিয়র্সের শিরোপা জয়ের স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়িয়ে ছিলেন ওয়ারিয়র্সের অধিনায়ক ফরহাদ বিন ইসলাম শাওন। ২ চার আর ৬ ছক্কায় চৌত্রিশ বলে খেলেন বায়ান্ন রানের ঝলমলে এক ইনিংস। সাতানব্বই রানের লক্ষ্যে একাধিকবার সঙ্গী হারিয়েছেন, দল পড়েছে বিপদে। তবে মানসিক দৃড়তা আর আত্মবিশ্বাসী ভূমিকায় শেষ পর্যন্ত ঠিকই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন৷ ব্যাট হাতে অপরাজিত ফিফটি আর বল হাতে ১ উইকেটের অলরাউন্ডিং পারফরম্যান্সে তাঁর হাতেই ওঠে ফাইনালের ম্যাচ সেরার পুরস্কার। ম্যাচ শেষে সমাপনী অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন :
আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬,
সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০,
অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
No comments: