Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » বৃটিশ আমলে মেহেরপুরের জমিরুদ্দীনের পুণরার যশোরের মেহেরুলাহ্র সঙ্গে এক তর্ক-বিতর্কে পর খ্রীস্টধর্ম প্রচারের কালে তাঁর মনে বাইবেলের অকৃত্রিমতা সম্বন্ধে সংশয় জাগে( পঁচাশি পর্ব)




মেহেরুলাহ্র সঙ্গে এই তর্ক-বিতর্কের বছরেই অর্থাৎ ১৮৯২ সালে কুষ্টিয়। অঞ্চলে খ্রীস্টধর্ম প্রচারের কালে তাঁর মনে বাইবেলের অকৃত্রিমতা সম্বন্ধে সংশয় জাগে। জমিরুদ্দীন জানাচ্ছেন একদিন আমি কুষ্টিয় জলার দৌলতপুর থানার মধুগাড়ী গ্রাম নামক পলীতে তানুর মধ্যে শয়ন করিয়া কোরান শরিফের বাঙাল অনুবাদ পাঠ করিতেছি, এমন সময় সুরা সফের ৫ আয়েতে (একষট্টি শত সুরা) উপস্থিত হইলাম] তথায় লেখা আছে যে, “ইসা বলিলেন,...আমার পরে যে প্রেরিত পুরুষ, যাহার

নাম আহম্মদ, আগমন করিবেন। উপরিউক্ত বাক্যটি পাঠ করিতে করিতে কে যেন আমার কর্ণে বলিয়৷ দিল যে, উক্ত বাক্যটি পৰে বাইবেলে ছিল, কিন্ত দুষ্ট খীষ্টানেরা উহ্বা বাইবেল হতে বিয়োগ করিয়। দিয়াছে। যাহা হউক বাইবেল যে পরিবন্তিত ও বিকৃত হখয়াছে. তাহা বিশেষরূপে আলোচণ] করিতে লাগিলাম এবং. ..জানিতে পারিলাম যে, বর্তমান সময়ে কোথায়ও আসল বাইবেন নাই, খীষ্টানেরা উহ্ব৷ বিকৃত ও পরিবন্তিত করিয়৷ দিয়াছেন । এভাবে জমিরুদ্দীনের মনে খ্রীস্টধর্সের প্রতি যে অচল ভর্তি, শ্রদ্ধা, আস্থ। ওবিশ্বাপ জন্]েছিল তা টলে উঠলে সঙ্গে সঙ্গে প্রকৃত সত্য-ধর্ষের অথেষণে তাঁর চিত্ত চঞ্চল ও কাতর হয়ে উঠলো । অন্তরে অন্তরে তিনি গভীর যন্ত্রণা তনুভব করতে লাগলেন, তার মনোদ্বন্দ প্রবল হয়ে উঠলো। পাঠক! যে ধর্শের জন্য আমি সেঁছের পিতা-মাতা, প্রাণসম ভ্রাতা- ভগিনী, প্রাণের প্রিয় বন্ধু-বান্ধব, সত্য ও গনাতন মুসলমান ধর্ম, এমন কি জগৎ প্ররিত্যাগ করিলাম, সেই ধর্ম মিখা!। হইল ইহাতে "নামার মণ বড়ই চঞ্চল হখয়া উঠিল, কি করি, ভাবিয়া কিছুই ঠিক করিতে পারিনা খ্রষ্টানধর্ম যে মিথ্যা হইবে ইহা পৃর্ৰে স্বপেও ভাবি নাই। অনেক চিন্তা ও বিবেচনা! করিয়া হৃদয় খুলিয়া ঈশ্বরের নিকট প্রার্থনা করিয়া, বিশেষ চিন্তা ও বিবেচনা সহকারে বাইবেল পাঠ করিতে লাগিলাম।এ সময়ে আমি যত বাইবেল পাঠ করি ততই যেন বাইবেলের ভ্রষ্ঠতা দেখিতে পাই।। সুত্র:বাংলা একাডেমী?? গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply