Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেহেরপুর পৌরসভা কর্মচারী ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু নির্বাচিত হয়েছেন।




মেহেরপুর পৌরসভা কর্মচারী ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু নির্বাচিত হয়েছেন। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা মোস্তফা কামাল জানান, শনিবার পৌরসভার অভ্যান্তরে ভোট কেন্দ্রে সকাল দশ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন করা হয়। নির্বাচনে প্রাপ্ত ভোটের ফলাফলে- সভাপতি পদে-বাই সাইকেল প্রতীকে খলিলুর রহমান (৪৪ ভোট) পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম দুইজন সেলিম খান ও এসকেন আলী পেয়েছেন (ষোলো ভোট)। সাধারন সম্পাদক পদে- ফুটবল প্রতীকে সানোয়ার হোসেন দিপু ( একষট্টি ভোট) পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম জাহাঙ্গীর কবির পেয়েছেন (আঠারো ভোট)। সহ-সভাপতি পদে- দেয়াল ঘড়ি প্রতীকে লাভলী মন্ডল ( পঞ্চাশ ভোট) পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম আরজিয়া খাতুন পেয়েছেন (পচিশ ভোট)। সহ-সাধারণ সম্পাদক পদে- আম প্রতীকে কামরুন্নাহার (পঞ্চাশ ভোট) পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম ওয়াহেদুল ইসলাম পেয়েছেন (উনিত্রিশ ভোট)। কোষাধ্যক্ষ পদে- চাকা প্রতীকে মেহেদী হাসান মামুন (সাতচল্লিশ ভোট) পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম হিরোক শেখ পেয়েছেন (বত্রিশ ভোট)। সাংগাঠনিক সম্পাদক পদে- মোরগ প্রতীকে সাঈদ হোসেন (পয়তাল্লিশ ভোট ) পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম সুজন শেখ পেয়েছেন (তেত্রিশ ভোট) এবং প্রচার সম্পাদক পদে- বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাজেদুল ইসলাম নির্বাচিত হন।নির্বাচনে মোট ভোটার সংখ্যা উনআশি জন। উনআশি জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply