Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেহেরপুর এর সৃষ্টিশীল সাহিত্যিক মেহের আমজাদ




মেহেরপুর এর সৃষ্টিশীল সাহিত্যিক মেহের আমজাদ প্রায় অর্ধশত বছর সৃষ্টি করে চলেছেন সুস্থ ধারার সাহিত্যশব্দের ঘর বসতে ইচ্ছার শীতল পাটিতে নিজেকে ছড়িয়ে ছিটিয়ে সময়ের সাথে হাতে হাত রেখেই সাহিত্য পাড়ার সুধী হতে হয় বলেই সবাই কবি ও সাহিত্যিক হতে পারে না। মেহেরপুরের সাহিত্য অঙ্গনে দীর্ঘদিন থেকেই শব্দ খেলায় নিজেকে সম্পৃক্ত করে এপার বাংলা ওপার বাংলায় রোমান্টিক কবি হিসাবে মেহের আমজাদ সৃষ্টি করে চলেছেন সাহিত্যকর্ম। ১৯৭৮ সালে তাঁর লেখা "অকাল মৃত্যু" ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর স্রোত এর প্রথম সংখ্যায় প্রথম প্রকাশিত হওয়ার মধ্য দিয়েই তিনি লেখা লিখিতে পরিচিতি লাভ করতে থাকেন। সাহিত্যিক মেহের আমজাদ বিশেষ করে আধুনিক কবিতা ও ছড়া সাহিত্য দেশের সীমান্ত ছাড়িয়ে ভারত কানাডা যুক্তরাষ্ট্রের অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়ে থাকে নিয়মিত ভাবে। এই সময়ের কবি মেহের আমজাদ কবিতা ছড়া সাহিত্য ছাড়াও গল্প ও গান লিখে থাকেন সেই সাথে সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা করে থাকেন সাংস্কৃতিক অনুষ্ঠান গুলোতে। প্রিয় লেখক মেহেরপুরের সাহিত্য অঙ্গনের ঐতিহ্যবাহী সমৃদ্ধিময় সাহিত্য সংগঠন "ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর" এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। লেখক এর একমাত্র প্রকাশিত ঝরা গ্রন্থ "এই ভূত সেই ভূত"তিনি এই প্রতিবেদক মুহম্মদ মহসীন এর এক প্রশ্নের উত্তরে বলেন, সাহিত্য লেখার প্রেরণা পেয়েছেন যাদের লেখা পড়ে তাঁর মধ্যে জীবনানন্দ দাশ ও সুনীল গঙ্গোপাধ্যায় অন্যতম। মেহের আমজাদ আরো বলেন নবীন সাহিত্যিকদের নিয়ে আগামীতে কিছু করার ইচ্ছা রয়েছে তার। এই লেখক এর লেখার সংখ্যা কবিতা সাত শত গল্প শতাধিক ছড়া দুইশত ও গানের সংখ্যা ১৫০ এর মত। তিনি অনলাইন ও সাহিত্য গ্রুপ গুলোতে লেখা পোস্ট করে থাকেন নিয়মিত ভাবে। তাঁর ভালো লাগে কি এ বিষয়ে বলতে গিয়ে বলেন সৃষ্টিশীল কিছু করতে পারাটা, কষ্ট পাই মিথ্যা প্রতারণা এবং অপেক্ষা করা। মেহেরপুরের এই প্রিয় সাহিত্যিক মেহের আমজাদ এর জন্ম সাল ১৯৬৩ ২১ শে জুলাই। মেহের আমজাদ: (জন্ম ২১ জুলাই ১৯৬৩) কবি,সংগঠক ও সাংবাদিক।তিনি মেহেরপুরের ঐতিহ্যবাহী ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এর সাধারণ সম্পাদক। প্রকাশিত গ্রন্থ:এই ভূত সেই ভূত।মেহের আমজাদ এর কবিতা,ছড়া,রম্য গল্প,শিশু কিশোরদের নিয়ে লেখা গল্প ইত্তেফাক, প্রথম আলো, জনকন্ঠ, সংবাদ,সমকাল, যুগান্তর ,ভোরের কাগজ,মানবজমিন,বাংলাদেশ বার্তা সহ ভারতের বেশ কিছু পত্র পত্রিকায় প্রকশ হয়েছে। মেহের আমজাদ মেহেরপুর জেলা শহরের বাসিন্দা। ১৯৭৮ সালে লেখালেখির জগতে প্রবেশ করেন। ১৯৯৩ সালে তিনি সাহিত্য চর্চার পাশাপাশি ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক মুক্তিবাণী পত্রিকার সাংবাদিক হিসাবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দেশ বাংলা,দৈনিক খবর, কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বার্তা,দৈনিক আন্দোলনের বাজার,যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন, চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ সহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবর এর মেহেরপুরের জেলা প্রতিনিধি ও কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বার্তা এর স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত রয়েছেন। এ ছাড়া তিনি অনলাইন পত্রিকা সময় সংবাদ,সংবাদ প্রতিক্ষণ,দি নিউজ ও গ্রেটার কুষ্টিয়া নিউজ এর মেহেরপুর জেলা প্রতিনিধি এবং মেহেরপুর প্রেসক্লাব এর নির্বাহী কমিটির সদস্য। মেহের আমজাদ মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী সংগঠন “ ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এর জন্ম লগ্ন থেকে সাংগঠনিক সম্পাদক ও পরবর্তীতে সাহিত্য সম্পাদক সহ বিভিন্ন পদে দায়ীত্ব পালন করে এসেছেন। বর্তমানে তিনি “ ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এর সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply