৪৭ বছর যাবৎ মেহেরপুরের লোককাহিনী, বই প্রকাশ,বাংলা ভাষার ব্যবহার নিয়ে গবেষণা মেহেরপুর ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের অবদান চির স্মরণীয় থাবে (সাঁইত্রিশ পর্ব )
সাতচল্লিশ বছর যাবৎ মেহেরপুরের লোককাহিনী, বই প্রকাশ,বাংলা ভাষার ব্যবহার নিয়ে গবেষণা মেহেরপুর ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের অবদান চির স্মরণীয় থাবে (সাঁইত্রিশ পর্ব )
মেহেরপুরে ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর ” গত বছর এর ছেচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে । তারা মেহেরপুর বাসী কে কাজের মাধ্যমে জানিয়েছে তাই মেহেরপুরের সাহিত্য প্রান কেন্দ্র হিসেবে “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর স্বীকৃত পেয়েছে। মেহেরপুর ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের দুই প্রাণ পুরুষ এ্যাডভোকেট আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মেহের আমজাদ।
মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর ” এর ছেচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার ত্রিশ শে আগষ্ট দুই হাজার চব্বিশ বিকালে আলোচনা সভা ও সাহিত্য বাসর অনুষ্ঠিত হয়েছিল। সংগঠনের সভাপতির বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাহিত্য বাসর এর সভাপতিত্ব করেন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর ” এর সভাপতি অ্যাডভোটে.আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর”এর সিনিয়র সহ-সভাপতি ডাক্তার এম. এ. বাশার এবং সাংস্কৃতিক ও নাট্য সম্পাদক মোঃ সাইদুর রহমান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর “এর সাহিত্য সম্পাদক মিনা পারভীন,প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু লায়েছ লাবলু,নির্বাহী কমিটির অন্যতম সদস্য নিলুফার বানু। অনুষ্ঠানের ২য় পর্বে “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এর সাধারণ সম্পাদক মেহের আমজাদ এর সঞ্চালনায় কবিতা আবৃত্তিতে অংশ গ্রহন করেন কবি আবু লায়েছ লাবলু,মুহম্মদ মহসীন,নূর আলম,রফিকুল ইসলাম,শফিকুর রহমান সেন্টু,বদরুদ্দোজা বিশ্বাস,সাদেকুজ্জামান সেন্টু প্রমুখ।ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর" এর সভাপতি ও মেহেরপুর জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী আলহাজ্ব এ্যাডভোকেট আনোয়ার হোসেন। সদা হাস্যজ্বল আলহাজ্ব আনোয়ার হোসেন আইন পেশার সাথে যুক্ত থাকলেও এর পাশপাশি তিনি সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিবেদিত প্রাণ এবং পরিচিত মুখ ।
আলহাজ্ব এ্যাড. মুহাঃ আনোয়ার হোসেন চার সাল থেকে মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী সংগঠন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এ যোগদান করেন অদ্যাবধি সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।বর্তমানে তিনি মেহেরপুর জেলা শহরের ১ নম্বর ওয়ার্ডের পুরাতন পোষ্ট অফিস পাড়ার (পিয়াদা পাড়া) নিজ বাড়িতে বসবাস করছেন । গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
Tag: Education others world Zilla News
No comments: