গাংনীতে বৈশাখী অনুষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে
গাংনীতে বৈশাখী অনুষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে উদযাপন করা হচ্ছে পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিনে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি আনন্দ শোভযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে সম্পন্ন হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনাসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ ব্যানারে অংশ গ্রহণ করে।
উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন :
আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬,
সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০,
অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
No comments: