১৯৫৫ সালে ভাষা দিবসে পালনে মেহেরপুরে সাত ছাত্রকে বহিষ্কার ও আটক করে পুলিশ মিথ্যাচারে এখন মেহেরপুরে তাদের ১৯৫২ সালের ভাষা সৈনিক স্বীকৃতির পাঁয়তারা (চৌদ্দ পর্ব) উনিশ শত পঞ্চান্ন সালে ভাষা দিবসে পালনে মেহেরপুরে সাত ছাত্রকে বহিষ্কার ও আটক করে পুলিশ মিথ্যাচারে এখন মেহেরপুরে তাদের উনিশ শত বায়ান্ন সালের ভাষা সৈনিক স্বীকৃতির পাঁয়তারা (চৌদ্দ পর্ব) মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আব্দুস সালাম খান ও মেহেরপুরের সিনিয়র সাংবাদিক মেহেরপুর জেলার ইতিহাস-ঐতিহ্য গ্রন্থের লেখক তোজাম্মেল আযম বলেছেন,উনিশ শত পচান্ন সালে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস পালনের ‘অপরাধে’ পুলিশের হাতে আটক ও মেহেরপুর হাই ইংলিশ থেকে বহিষ্কার হন ৭ জন। তারা হলেন- গোলাম কাওসার চানা, . সিরাজুল ইসলাম, সুলতান শেখ, গোলাম কবির খান, আবুল কাশেম আঙ্গুর, নজীর হোসেন বিশ্বাস, সামসুল আলা ও ইসমাইল হোসেন। দৈনিক সংবাদের তৎকালীন মেহেরপুর প্রতিনিধি আব্দুস সালাম খান বলেন, ‘আশির দশকে আমি সর্বপ্রথম দৈনিক সংবাদে মেহেরপুরের ভাষা আন্দোলন ও মেহেরপুর হাই ইংলিশ থেকে বহিষ্কার হন ৭ জনকে নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করি। আমি মেহেরপুরের ৭ জন ভাষা সৈনিকের সাথে কথা বলি এবং তার ছবি প্রকাশ করি। নিউজটি বেশ আলোড়ন সৃষ্টি করে। উদীচী শিল্পীগোষ্ঠী মেহেরপুর শাখা আমার নিউজ দেখে পরের বছর মেহেরেপুরের ভাষা সৈনিকদের সংবর্ধনা প্রদান করে। দৈনিক যুগান্তর পত্রিকার মেহেরপুর প্রতিনিধি তোজাম্মেল আযম বলেন, আমি ও শ্রদ্ধেয় আব্দুস সালাম খান ভাই সেসময়ে মেহেরপুরের বিভিন্ন ভাষা সৈনিকের সাথে কথা বলেছি। কথা বলেছি ভাষা আন্দোলন সংগ্রাম পরিষদের আহবায়ক মুন্সি সাখাওয়াৎ হোসেন ও তৎকালীন বিশিষ্ট সমাজসেবক সামসুল হুদার সাথে।মেহেরপুর বড়বাজারের ওষুধ ব্যবসায়ী হুদা ফার্মসির মালিক সামসুল হুদা সাহেব আমাদের বলেছেন, ঘটনাটি ঘটেছে উনিশত পচান্ন সালে। আমি নিজে আমার ভাই সামসুল আলাসহ বহিস্কৃত ৭ জনকে কোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করি। সম্প্রতি কেউ কেউ ঘটনাটি উনিশ শত ছাপান্ন সালে হয়েছে বলে মন্তব্য করেন। তবে সেটা ঠিক নয়। কারণ উনিশ শত চুয়ান্ন সালের ৭ই মে পাকিস্তান সংসদ বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিসাবে স্বীকার করে প্রস্তাব গ্রহণ করেছিলো। এরও দুই বছর পর উুনিশ শত ছাপান্ন সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হলে ২শত চৌদ্দ নং অনুচ্ছেদে বাংলা ও উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উল্লিখিত হয়। আব্দুস সালাম খান মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ছিলেন জানুয়ারি উনিশ শত ছিয়াশি থেকে ডিসেম্বর উনিশ শত ছিয়াশি পর্যন্ত সময়ে এবং তিনি কিছু দিন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তখন দৈনিক সংবাদ-এর মেহেরপুর প্রতিনিধি ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ার খোকসায়। তিনি দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার ও ভ্রাম্যমাণ প্রতিনিধি ছিলেন। তার জন্ম কুষ্টিয়ার খোকসায় উনিশ শত চুয়ান্ন সালের ৩ নভেম্বর। কুষ্টিয়ার খোকসা থেকে সর্বপ্রথম এবং একমাত্র সংবাদপত্র সাপ্তাহিক দ্রোহ-এর কর্ণধর তিনি। উনিশ শত উনআশি সালে কুষ্টিয়া থেকে প্রকাশিত ওয়ালিউল বারী চৌধুরী সম্পাদিত সাপ্তাহিক ইস্পাত পত্রিকার বার্তা সম্পাদক ছিলেন তিনি।চারণ সাংবাদিক আব্দুস সালাম খানের লেখা "কলম, ক্যামেরা ও মানুষ" গ্রন্থটি সুধী মহলে বেশ নাম করেছে। তোজাম্মেল আযম।মেহেরপুরের সিনিয়র সাংবাদিক ও লেখক। স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত মেহেরপুরের সাংবাদিকতায় অপরিহার্য একটি নাম তোজাম্মেল আযম। তিনি বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড একুশ পেয়েছেন। সাপ্তাহিক পরিচয়, দৈনিক আযম নামের দুটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক তিনি। লিখেছেন মেহেরপুর জেলার ইতিহাস-ঐতিহ্য(নয় সালে), মুজিবনগর : যুদ্ধজয়ের উপাখ্যান ও মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস : মেহেরপুর জেলাসহ কয়েকটি বই। বর্তমানে যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তোজাম্মেল আযমের জন্ম উনিশ শত আটান্ন সালের একুশে ফেব্রুয়ারি মেহেরপুরের গাংনী উপজেলার কোদালকাঠি গ্রামে।পিতা মরহুম আবদুল গফুর ও মা ফাতেমা বেগমের বড় ছেলে। কোদালকাঠি গ্রামে জন্ম হলেও একবছর বয়স থেকেই মেহেরপুর শহরের ধুলো-বালিতে বেড়ে ওঠা। লেখা-পড়ার পাশাপাশি আাশির দশকে থেকে সংবাদকর্মী।গ্রেটার কুষ্টিয়া নিউজ :গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
Education
»
others
»
world
»
Zilla News
» ১৯৫৫ সালে ভাষা দিবসে পালনে মেহেরপুরে সাত ছাত্রকে বহিষ্কার ও আটক করে পুলিশ মিথ্যাচারে এখন মেহেরপুরে তাদের ১৯৫২ সালের ভাষা সৈনিক স্বীকৃতির পাঁয়তারা (চৌদ্দ পর্ব)
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: