বৃৃটিশ আমলে সাহিত্য-সংগঠন এবং মেহেরপুর থেকে বেশ কিছু পত্র-পত্রিকা প্রকাশিত মেহেরপুর জেলার ইতিহাস-(দশম পর্ব) মেহেরপুরে প্রতিষ্ঠিত হয় বেশ কিছু সাহিত্য-সংগঠন । এসব সাহিত্য-সংগঠন এবং মেহেরপুর থেকে বেশ কিছু পত্র-পত্রিকা প্রকাশিত হয় । সে সব পত্র-পত্রিকা মেহেরপুরের প্রকাশনা ও সমৃদ্ধ সাহিত্যকে ধারণ করে রেখেছে । মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের রেয়াজউদ্দিন আহমেদের সম্পাদনায় আঠারো শত একানব্বই সালে প্রকাশিত হয় ‘ইসলামপ্রচারক’পত্রিকা। তেরো শত বারোবঙ্গাব্দে‘সোলতান’নামেআরও একটি পত্রিকা প্রকাশিত হতো ।এসব পত্রিকা মেহেরপুর জেলায় ইসলাম প্রচারনায় বিশেষ ভূমিকা রাখে। উনিশ শত বারো সালের পহেলা বৈশাখ মেহেরপুরের দারিয়াপুর গ্রামের অধিবাসী হীরালাল বিশ্বাসের সভাপতিত্বে প্রতিষ্ঠিত হয় ‘নদীয়া সাহিত্য সম্মিলনী’ নামের সাহিত্য-সংগঠন । এর মূখপত্র হিসেবে উনিশ শত তেরো সালের পহেলা বৈশাখ প্রকাশিত হয় ‘সাধক’ নামের একটি সাহিত্য-সামায়িকী । সে সময় সাধক পত্রিকা মেহেরপুরের সাহিত্যাঙ্গনে বিশেষ খ্যাতি অর্জন করে । এ পত্রিকার সম্পাদক ছিলেন – সতীশ চন্দ্র বিশ্বাস এবং প্রকাশক ছিলেন – অবিনাশ চন্দ্রবিশ্বাস।পত্রিকাটি দু’বছর নিয়মিতভাবে কৃষ্ণনগর থেকে মুদ্রিত হয়ে প্রকাশিত হয়।এ পত্রিকাটিকে মেহেরপুরের ইতিহাসের প্রথম সংবাদপত্র হিসেবে গন্য করা হয়ে থাকে।দু’বছরের প্রকাশনায় সাধক পত্রিকায় সাহিত্য-সংস্কৃতির পাশাপাশি তৎকালীন সময়ের নদীয়ার বিভিন্ন জনপদের বিবরণ প্রকাশিত হতো।পত্রিকাটি খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল বলে জানা যায়। উনিশ শত পয়ত্রিশ প্রথমদিকে প্রকাশিত হয় ‘পল্লীশ্রী’ নামের একটি মাসিক সাহিত্য পত্রিকা । অমরেন্দ্র বসু ওরফে হাবু বাবুর সম্পাদনায় প্রকাশিত ‘পল্লীশ্রী’ সেকালের মেহেরপুরের সাহিত্য-চর্চায় অনন্য ভূমিকা পালন করে । মেহেরপুর সামসুজ্জোহা পার্কের উল্টো দিকে অবস্থিত প্রমথ চন্দ্র রায়ের কমলা প্রেস থেকে পত্রিকাটি প্রকাশিত হতো । সেসময়ের প্রথিতযশা কবি-সাহিত্যকদের সাহিত্য এইপত্রিকায় প্রকাশিত হয় । কবি অজিত দাস, বিখ্যাত লেখক ও সাহিত্যিক দীনেন্দ্র কুমার রায় এ পত্রিকায় লিখতেন । পল্লীশ্রী পত্রিকাটি উনিশ শত সাতচল্লিশ সালের ভারত বিভক্তির পূর্ব পর্যন্ত প্রকাশিত হয়। কেতকী কুশারী ডাইসন কবি, লেখিকা, অনুবাদক ও গবেষক যিনি যুক্তরাজ্যে বসবাস করেন। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই তিনি লিখে থাকেন।তিনি রবীন্দ্রনাথের চিত্রকর্ম বিষয়ে তার গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত।পৈত্রিক সূত্রে তারনাম কেতকী কুশারী বোস। সাহিত্যিক ও গবেষক কেতকী কুশারী ডাইসনের জন্ম তেইশ শে জুন, উনিশ শত চল্লিশ সালে মহানগর কলকাতায়; শৈশব কেটেছে তৎকালীন পূর্ববঙ্গের মেহেরপুরে।বড় হয়েছেন সাহিত্যিক পরিমন্ডলে; বুদ্ধদেব বসু, অজিতদত্ত, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণুদে ছিলেন তাঁর বাবার ঘনিষ্ঠ বন্ধু।বাবা অবনী মোহন কুশারী ছিলেন অবিভক্ত নদীয়া জেলার মেহেরপুরের মহকুমা প্রশাসক।তিনি উনি শত বিয়াল্লিশ সময়ে মেহেরপুরের মহকুমা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।কেতকী কুশারী বোস উনিশ শত আটান্ন খ্রিষ্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে রেকর্ড নম্বর পেয়ে তিনি বি.এ পাস করেন। ১৯৬৩- উনিশ শত তেষট্টি তে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে ডিগ্রী অর্জন করেন। ।ইতোমধ্যে রবার্ট ডাইসনের সঙ্গে পরিণয় সূত্রে বিবাহ বন্ধনে আবদ্ধহন এবং যুক্তরাজ্য প্রবাসী হন।তিনি নামের শেষে ডাইসন পদবী ব্যবহার করতে শুরু করেন। প্রকাশিত গ্রন্থ- • বাংলাকাব্যগ্রন্থ: "বল্কল (১৯৭৭)", "সজীবপৃথিবী" (১৯৮০), "জলের করিডোর ধরে" (১৯৮১), "কথা বলতে দাও" (১৯৯২), "যাদুকর প্রেম" (১৯৯৯), "দোলন চাঁপায় ফুল ফুটেছে" (২০০০) প্রভৃতি। • উপন্যাস: "নারী, নগরী" (১৯৮১), "নোটননোটন পায়রাগুলি" (১৯৮৩), জলফুঁড়ে আগুন (২০০৩), "এই পৃথিবীর তিন কাহিনী" (২০০৬)। • গবেষণাগ্রন্থ: "রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ও কাম্পোরসন্ধানে" (১৯৮৫)। • প্রবন্ধগ্রন্থ: "ভাবনার ভাস্কর্য" (১৯৮৮), "শিকড়বাকড়" (১৯৯০), "রঙের রবীন্দ্রনাথ" (১৯৯৭), "চলন্তনির্মাণ" (২০০৫),''কাছে-দূরের কক্ষপথে'' (২০১৫)। • নাটক: "রাতেররোদ" (১৯৯৪), "মোত্সার্টচকোলেট" (১৯৯৮), "সুপর্ণরেখা" (২০০২)মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬,
সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
English News
»
world
»
Zilla News
» বৃৃটিশ আমলে সাহিত্য-সংগঠন এবং মেহেরপুর থেকে বেশ কিছু পত্র-পত্রিকা প্রকাশিত মেহেরপুর জেলার ইতিহাস-(দশম পর্ব)
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: