Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » গাংনী উপজেলার গাড়াবাড়িয়া জামাতার ছুরিকাঘাতে চাচা শশুর নিহত। ।ঘাতক জামাই আটক।




গাংনী উপজেলার গাড়াবাড়িয়া জামাতার ছুরিকাঘাতে চাচা শশুর নিহত। ।ঘাতক জামাই আটক। মেহেরপুর জেলার গাংনী উপজেলায় মাদকাসক্ত জামাতা সবুজ আহম্মেদের ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা শশুর ইলিয়াস হোসেন (সাতচল্লিশ)। বৃহস্পতিবার ভোর ৪টায় গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামে ইলিয়াস হোসেনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন শ্যালক আব্দুল্লাহ হোসেন(পচিশ)। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইলিয়াস গাড়াবাড়িয়া গ্রামের মৃত নেকছার মন্ডলের ছেলে ও ঘাতক সবুজ আহম্মেদ একই উপজেলার ষোলটাকা ইউনিয়নের ষোলটাকা গ্রামের ময়নাল হোসেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গাড়াবাড়িয়া গ্রামের মৃত আবুল বাসারের মেয়ে সালমা খাতুনের বিয়ে হয় ষোলটাকা গ্রামের মইনাল হোসেনের ছেলে সবুজ আহম্মেদের সঙ্গে। গত এপ্রিল মাসের ২৪ তারিকে সবুজ আহম্মেদ মাদব সেবন করে সালমাকে মারধর করে। এতে সালমা অভিমান করে তাঁর বাপের বাড়ি উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে চলে আসে। বৃহস্পতিবার ভোর ৪টায় সবুজ সালমাকে নিতে আসে। সালমার ছোট ভাই আব্দুল্লাহ হোসেন তাকে ঘরে বসতে বলে। কিন্তু সবুজ কোন কথা না বলে সালমাকে নিয়ে যেতে চাই। সালমা তাঁর সঙ্গে যেতে না চাওয়ায় শ্যালক আব্দুল্লাহ হোসেনকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে। আব্দুল্লাহ চিৎকার দিলে তাঁর ছোট চাচা ইলিয়াস হোসেন সবুজকে প্রতিহত করতে আসলে তাকেও উপুর্যপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই ইলিয়াস হোসেন মৃত্যুবরণ করে। পরে গ্রামবাসী সবুজ আহম্মেদকে মারধর করে একটি কক্ষে বন্দি করে রাখে। পরে পুলিশ এসে সবুজকে থানা হেফাজতে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া আফরিন বলেন, হাসপাতালে আসার আগেই মারা গেছে ইলিয়াস হোসেন। তাদের দু’জনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আহত আব্দুল্লাহ হোসেন বলেন, " আমার বোন সালমা খাতুনের সতেরো সালে বিয়ে হয় উপজেলার ষোলটাকা গ্রামের মইনাল হোসেনের ছেলে সবুজ আহম্মেদের সঙ্গে। তাদের পাচঁ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। গত মাসের ২৪ তারিখে আমার বোন সালমাকে তাঁর মাদকাসক্ত স্বামি সবুজ আহম্মেদ ব্যাপক মারধর করে বাড়ি থেকে বের করে দেই। এর পর থেকে সালমা আমাদের বাড়িতেই রয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টায় সবুজ ষোলটাকা থেকে আমাদের বাড়িতে সালমাকে নিয়ে যেতে আসে। ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হতেই সবুজ বাড়ির মুল ফটকে দাড়িয়ে ছিলো। এসময় সবুজ তার কোমরে থাকা দেশীয় ছুরি দিয়ে আমার পেটে আঘাত করে। আমি চিৎকার করলে আমার ছোট চাচা ইলিয়াস হোসেন ছুটে এসে সবুজকে থামাতে যায়। এসময় সবুজ তার পেটেও চুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আমার চাচা মৃত্যুবরণ করে। এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত সবুজ আহম্মেদকে আটক করা হয়েছে। নিহত ইলিয়াস হোসেনের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়াবাড়িয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply