Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » মেহেরপুরে কালবৈশাখীর তাণ্ডবে আম-লিচু ও সবজির ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।




মেহেরপুরে কালবৈশাখীর তাণ্ডবে আম-লিচু ও সবজির ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আধাঘণ্টার কালবৈশাখী তাণ্ডবে তছনছ মেহেরপুরের আম-লিচু, উঠতি ফসলি জমি ও গাছপালা। রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো জেলা। ঝরে পড়েছে আম-লিচু, কাঁঠাল। মাটির সঙ্গে নুয়ে পড়েছে কলা ও ধানক্ষেত। স্থানীয় কৃষকরা জানান, বাগানে থাকা প্রচুর ফল ঝড়ে পড়ে গেছে, অনেক গাছের ডাল ভেঙে গেছে এবং কোথাও কোথাও গাছ সম্পূর্ণ উপড়ে পড়েছে। এতে চলতি মৌসুমে ভালো ফলনের আশায় থাকা কৃষকরা চরম হতাশ হয়ে পড়েছেন। একাধিক কৃষক বলেন, আমরা এবার আম ও লিচুতে ভালো ফলনের আশা করছিলাম। কিন্তু ঝড় সব শেষ করে দিল। আমাদের অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা চাষিদের। গতকাল শনিবার (সতেরোই মে) সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে চলে ঝড়ের তাণ্ডব। আধাঘণ্টা পর ঝড়ের গতি কিছুটা কমলেও এর প্রভাব ছিল রাত ৯টা পর্যন্ত। খোঁজ নিয়ে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের একটি দুই বিঘার কলাক্ষেত ঝড়ে মাটির সঙ্গে নুয়ে পড়েছে। আর কয়েকদিন পরই কৃষক ফসল ঘরে তুলতেন। দুই বিঘা জমিতে তার খরচ হয়েছে দেড় লাখ টাকা। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকায় উঠতি ফসল ধান ও পেঁপের ক্ষতি হয়েছে। পনোরো মে থেকে আম-লিচু সংগ্রহ শুরু করেছে বাগানিরা। গতকালের ঝড়ে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ আম-লিচু ঝরে পড়েছে বলে দাবি তাদের। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে তাদের। এদিকে ঝড়ের তাণ্ডবে সন্ধ্যা থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় মেহেরপুর শহরসহ পুরো জেলা। সকাল থেকে শহর এবং পর্যায়ক্রমে পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। জেলার কয়েক জায়গায় গাছপালা ভেঙ্গে পড়েছে সড়কের ওপর। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান,কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে ফলজ ও সবজির ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের টিম মাঠে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে। ক্ষতিগ্রস্ত এলাকার মাঠপর্যায়ে জরিপ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঝড়ে কৃষকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। আজ রবিবার বিকাল অথবা কালকের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply