Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » » মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের সীমান্ত দিয়ে চার শিশুসহ বারো জনকে পুশব্যাক করেছে বিএসএফ।




মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের সীমান্ত দিয়ে চার শিশুসহ বারো জনকে পুশব্যাক করেছে বিএসএফ। আজ মঙ্গলবার ভোরে আনন্দবাস সীমান্তের কাছে এই বারো জনকে আটক করে বিজিবি। আটককৃতরা হলো, জাহাঙ্গীর আলম(বিয়াল্লিশ), শাহাজাদী খাতুন(ত্রিশ), লাভলী খাতুন (বিয়াল্লিশ), মিরাজ আলী(পনোরো), হাসেন আলী(অঠারো), জান্নাতি খাতুন(কুড়ি), হাসিনা খাতুন(দশ), বাবলু হোসেন(চব্বিশ), জেসমিন খাতুন(কুড়ি), জাহিদ হোসেন(তিন), জাকির আলী(এক), ইয়াসিন হোসেন(পচিশ)। বিজিবি জানায়, মেহেরপুর আনন্দবাস গ্রামের সীমান্তে ভোরের দিকে টহল দিচ্ছিলো বিজিবির একটি দল। এ সময় সীমান্তের কাছাকাছি সাতানব্বই /১ নম্বর পিলার এর কাছে সন্দেহজনকভাবে কয়েকজনকে ঘুরাঘুরি করতে দেখেন তারা। পরে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের জিজ্ঞাসা করলে তারা জানান, ভারত থেকে বিএসএফ তাদের কাটাতার পেরিয়ে বাংলাদেশী অংেশ ঠেলে দেয়। পরে তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করে বিজিবির ঐ দলটি। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আটককৃতরা সকলেই বাংলাদেশের নাগরিক। তাদের বাড়ি উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া থানায়। বিভিন্ন সময় কাজের সন্ধানে পার্শ্ববর্তী দেশ ভারতে গমন করেছিলেন তারা। ইতোমধ্যে তাদের পরিবারের আত্মিয়স্বজনদের খবর দেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাদের পরিচয় সনাক্ত করা হবে। পরিচয় সঠিক হলে পরিবারের কাছে আত্মীয়স্বজনদের হাতে হস্তান্তর করা হবে। উল্লেখ্য: ইতোপুর্বে মুজিবনগর উপজেলার ভবেরপাড়া সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক পুশব্যাক করা দশ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের ৩ মে দিবাগত রাত ২টার দিকে তাদেরকে আটক করে মুজিবনগর বিজিবি ক্যাম্পে নেয়।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply