Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে আঠারো জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ




মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে আঠারো জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গল (উনত্রিশ জুলাই) দুপুরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১শত পয়তাল্লিশ ৪৫ এলাকা দিয়ে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। এসময় স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বিজিবি কাজিপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান জানান, দুপুরের পরে কাঁটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশের ভিতরে ঢুকতে বাধ্য করে বিএসএফ। ভারত থেকে আসা আঠারো জন স্থানীয় মানুষের সাথে মিশে যাওয়ার আগেই আটক করতে সক্ষম হয় বিজিবি জোয়ানরা। আটকৃত জানায়, তারা সকলেই বাংলাদেশী। ‌বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল কাদের সন্ধানে। ‌তাদেরকে আটক করে কাজিপুর সীমান্ত জড়ো করে বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ। তাদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল ও ঠাকুরগাঁও জেলায়। পরে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের বিভিন্ন ক্যাম্পে আটক করে। এর মধ্যে কাজিপুর ক্যাম্পে ৯ জন, শেওড়াতলা ক্যাম্পে ৩ জন এবং মথুরাপুর ক্যাম্পে ৬ জনকে হেফাজতে নেওয়া হয়। আটককৃতরা ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও জেলার বালিয়াকান্দি থানার উজিরমনি ইদ্রিস আলীর ছেলে ইকরামুল ইসলাম (পয়তাল্লিশ), একই উপজেলার চচপাড়া গ্রামের আঃ কাদের ছেলে হাসিরুল (আটাাশ), বারিসা গ্রামের সুবহান আলী ছেলে শাহ আলম(আঠারো), কাচকালি ভানুর গ্রামের আঃ হামিদ ছেলে জাকির আলী(পচিশ), ঘেরবাড়ি গ্রামের ইব্রাহিম ছেলে উছিরুল (আটাশ), রতনদিঘী গ্রামের মৃত-ইসাহক আলীর মেয়ে ফাতেমা(চল্লিশ), রানীসংকৈল উপজেলার বলতচা গ্রামের আকবর আলী ছেলে সোহেল (বত্রিশ), কাশিপুর গ্রামের ছলিম উদ্দিন ছেলে আঃ কাদের (ত্রিশ), নড়াইল জেলার কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের রাজ শেখ ছেলে মহাসিন শেখ (একত্রিশ), সদর থানার কাঠাদূর গ্রামের টুটুল মন্ডল(পঞ্চাশ), কালিয়া উপজেলার সিদ্দিক শেখ ছেলে বরকত শেখ (বাইশ), যশোর জেলার অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের ইলিয়াস শেখের ছেলের তুহিন শেখ(চাব্বিশ), একই গ্রামের ইলিয়াস মোল্লার মেয়ে ময়না(বাইশ), খুলনা জেলার দিঘিলিয়া উপজেলার লাউহাটি গ্রামের একরাম হোসেনের মেয়ে লতা(চব্বিশ) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া গ্রামের ছাত্তার হোসেনের মেয়ে তানিয়া খাতুন(আটাশ)। এদিকে গতকাল থেকেই দেশে পুশ করার জন্য ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী চেষ্টা চালাচ্ছে বলে জানাচ্ছে এলাকাবাসী। স্থানীয় জনগণ দেখে বিজিবিকে জানালে তাদের আটক করা হয়। ঠেলে দেওয়া ব্যক্তিরা আসলেই বাংলাদেশে কিনা তা যাচাই করার দাবি তাদের। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বিজিবি তাদেরকে থানায় হস্তান্তর করলে পরিচয় যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply