Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » গাধা আর ঘোড়া




গাধা আর ঘোড়া একটা গাধা ভারী বোঝা পিঠে নিয়ে অতি কষ্টে পথ চলেছে, এমন সময় এক লড়াইয়ের ঘোড়া খটখট করে সেই পথে এসে গাধাকে বলল—এই গাধা, তাড়াতাড়ি পথ ছেড়ে দে আমায়, নাহলে এক লাথিতে তোকে শেষ করে দেব। গাধাটি ঘোড়ার হুমকি শুনে তখনই তাকে পথ ছেড়ে দিয়ে সরে দাঁড়াল আর নিজের দুর্ভাগ্যের জন্যে মনে মনে দুঃখ করতে লাগল। কিছুদিন পরে ওই ঘোড়াটি যুদ্ধ থেকে এমন আহত হয়ে ফিরল যে তাকে দিয়ে আর যুদ্ধের কাজ হল না। এমনকি তার ওপরে আর চড়াও চলল না। তখন ঘোড়ার মালিক তাকে জমিতে চাষবাসের কাজে লাঙল টানতে লাগিয়ে দিল। একদিন দুপুরে প্রচণ্ড গরমে রোদে ঘোড়া লাঙল টানছিল, গা দিয়ে দরদর করে ঘাম ঝরছিল। আর ঘোড়াটা চলতে একটু ঢিলে দিলেই তার পিঠে পড়ছিল চাবুকের বাড়ি। সেই সময় গাধাটা পাশ দিয়ে যাচ্ছিল। ঘোড়াটাকে সে এই অবস্থায় দেখে নিজের মনে মনে বলতে লাগল, আরে কপাল, একেই তো একদিন আমি ঈর্ষা করেছিলাম ওর সৌভাগ্যের জন্যে আর এখন তো ওর অবস্থা দেখে চোখে জল আসছে। আহা বেচারা! মূর্খ, নিজের সৌভাগ্যের সময় অকারণে আমাকে অপমান করেছিল। এখন তো এর অবস্থা আমার চাইতেও শোচনীয়। শিক্ষা (গাধা আর ঘোড়া) : এই নীতিগল্প শেখায় যে সৌভাগ্য কারও চিরকাল থাকে না। গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply