Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মেহেরপুরের আমঝুপিতে মাসুদুল হাসান স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন




মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কুঠিবাড়ি মাঠে মাসুদুল হাসান স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নাজিমুদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন ক্রিকেটার আব্দুস সালাম, রুহুল আমিন জোয়ারদার, আসাদুজ্জামান লিটন, মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য তামিম হোসেন ও ফারাহ হোসেন লিটন প্রমুখ। পরে অতিথিবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। জানা গেছে, এবারের মাসুদুল হাসান স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টে মেহেরপুরের বিভিন্ন এলাকার ২৪টি দল অংশগ্রহণ করছে। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কুঠিবাড়ি মাঠে অনুষ্ঠিত মাসুদুল হাসান স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করেছে দারিয়াপুর একাদশ। শুক্রবার রাতে অনুষ্ঠিত খেলায় দারিয়াপুর একাদশ ২–০ গোলে পরাজিত করে গোপালপুর ভাই ভাই একাদশকে। খেলার প্রথমার্ধের ১৪তম মিনিটে সিফাতের গোলে দারিয়াপুর একাদশ ১–০ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ১২তম মিনিটে আবারও সিফাত গোল করে দলের জয় নিশ্চিত করেন। দারিয়াপুর একাদশের দুর্দান্ত পারফরম্যান্সে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply