প্রায় ১ ট্রিলিয়ন (১ লাখ) টন ওজনের এ মেগাবার্গটি (বিশালাকায় হিমশৈল) অ্যান্টার্কটিকার ফিলচনার-রনি আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হয় ১৯৮৬ সালে। ওই সময়ের পর থেকেই আইসবার্গটিকে পর্যবেক্ষণ করে আসছেন বিএএসের বিজ্ঞানীরা। সাম্প্রতিক সময়ে একাধিক ভাঙনের মুখে পড়েছে হিমশৈলটি। এর আগে হিমশৈলটির আয়তন ছিল ৩ হাজার ৬৭২ বর্গকিলোমিটার (১ হাজার ৪১৮ বর্গমাইল)। আয়তনের দিক থেকে এটি ছিল রোড আইল্যান্ডের প্রায় সমান
ভেঙে পড়ছে বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ (হিমশৈল) এ২৩এ (A23a)। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের (বিএএস) তথ্য অনুযায়ী, এরই মধ্যে ভাঙনের কারণে হিমশৈলটির আয়তন সংকুচিত হয়ে পড়েছে। খবর সিএনএন। মেগাবার্গটি (বিশালাকায় হিমশৈল) অ্যান্টার্কটিকার ফিলচনার-রনি আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হয় ১৯৮৬ সালে। ওই সময়ের পর থেকেই আইসবার্গটিকে পর্যবেক্ষণ করে আসছেন বিএএসের বিজ্ঞানীরা। সাম্প্রতিক সময়ে একাধিক ভাঙনের মুখে পড়েছে হিমশৈলটি। এর আগে হিমশৈলটির আয়তন ছিল ৩ হাজার ৬৭২ বর্গকিলোমিটার (১ হাজার ৪১৮ বর্গমাইল)। আয়তনের দিক থেকে এটি ছিল রোড আইল্যান্ডের প্রায় সমান। আর এর ওজন ছিল প্রায় ১ ট্রিলিয়ন (১ লাখ) টন। আশির দশক থেকে চলতি বছরের প্রায় মাঝামাঝি পর্যন্ত দীর্ঘদিন বিশ্বের সবচেয়ে বড় হিমশৈলের খেতাব ধরে রেখেছে এ২৩এ। তবে মাঝেমধ্যে আরো বড় কিন্তু স্বল্পস্থায়ী হিমশৈল কিছু সময়ের জন্য আয়তনের দিক থেকে এ২৩এ-কে অতিক্রম করে যাওয়ার ঘটনা ঘটেছে। যেমন ২০১৭ সালে এ৬৮ এবং ২০২১ সালে এ৭৬ হিসেবে দুটি হিমশৈল কিছু সময়ের এটিকে অতিক্রম করে গিয়েছিল। যদিও দ্রুতই হিমশৈল দুটি ভেঙে পড়ে। বিএএসের ওশেনোগ্রাফার অ্যান্ড্রু মেইয়ার্স জানিয়েছেন, বর্তমানে হিমশৈলটির আয়তন সংকুচিত হয়ে প্রায় ১ হাজার ৭০০ বর্গকিলোমিটারে নেমে এসেছে। এর মধ্য দিয়ে বিশ্বের বৃহত্তম আইসবার্গের খেতাব হারিয়েছে এ২৩এ। তবে এখনো এটি আয়তনে গ্রেটার লন্ডনের সমান। এ২৩এ অ্যান্টার্কটিকার ওয়েডেল সাগরের তলদেশে টানা ৩০ বছরেরও বেশি সময় আটকে ছিল। পরে এর আয়তন কিছুটা সংকুচিত হয়ে সমুদ্রতলের সঙ্গে এর বন্ধন আলগা হয়ে পড়ে। এরপর ২০২০ সালে এটি সাগরের স্রোতে ভেসে যায়। পরে তা একটি টেলর কলামে (সমুদ্রতলের পাহাড়ে স্রোতের আঘাত সৃষ্ট পানির ভরাট ঘূর্ণি) আটকে পড়ে । এরপর গত বছরের ডিসেম্বরে এটি আবার চলতে শুরু করে। চলতি বছরের মার্চে আইসবার্গটি আবার এক মহাদেশীয় শেলফে আটকে পড়ে, পরে মে মাসে তা আবার মুক্তভাবে ভেসে ওঠে। অ্যান্ড্রু মেইয়ার্স বলেন, ‘মে মাসে মুক্তভাবে ভেসে ওঠার পর থেকেই আইসবার্গটি শক্তিশালী স্রোতের ধারা সাউদার্ন অ্যান্টার্কটিক সার্কামপোলার কারেন্ট ফ্রন্টে (এসএসিসিএফ) ভেসে ঘড়ির কাঁটার উল্টোদিকে দক্ষিণ জর্জিয়ার চারপাশে ঘুরছে। এ স্রোতই সম্ভবত হিমশৈলটিকে এবং এর টুকরোগুলোকে উত্তর-পূর্ব দিকে ভাসিয়ে নিয়ে যাবে ।’ এ২৩এ ভেঙে যাওয়ায় এখন বিশ্বের সবচেয়ে বড় হিমশৈলের খেতাব পেয়েছে ডি১৫এ হিসেবে চিহ্নিত আরেকটি আইসবার্গ, যার আয়তন প্রায় ৩ হাজার বর্গকিলোমিটার। এ২৩এ এখন দ্বিতীয় অবস্থানে। বিজ্ঞানীদের ধারণা, দ্রুতই এটি ভেঙে আরো ছোট ছোট টুকরায় রূপ নেবে। অ্যান্ড্রু মেইয়ার্সের ভাষ্যমতে, ‘অন্যান্য মেগাবার্গের তুলনায় দীর্ঘসময় নিজের দীর্ঘায়তন ধরে রাখতে সক্ষম হলেও এ২৩এ-এর জন্য এখন অন্য অনেক মেগাবার্গের পরিণতি অপেক্ষা করছে। ২০২১ সালে এ৬৮ এবং ২০২৩ সালে এ৭৬-ও ঠিক এ পরিণতিই বরণ করেছিল। এ দুই হিমশৈলও দক্ষিণ আটলান্টিক মহাসাগরে যুক্তরাজ্য নিয়ন্ত্রিত দক্ষিণ জর্জিয়া এলাকার আশপাশে এসে ভেঙে পড়েছিল।’ হিমশৈল গঠনের প্রক্রিয়াটি প্রাকৃতিক হলেও বৈশ্বিক উষ্ণায়ন ও সমুদ্রস্রোতের পরিবর্তন অ্যান্টার্কটিকার আইস শেলফগুলোর গলন ও সেখান থেকে ভেঙে নতুন আইসবার্গ তৈরির মাত্রাকে বাড়িয়ে দিয়েছে। এ প্রক্রিয়া ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিকে আরো ত্বরান্বিত করতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
English News
»
Featured
»
politics
» ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের পর্যবেক্ষণ ভেঙে টুকরো হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News

No comments: