Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» »Unlabelled »




অবৈধভাবে ইতালি যেতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় মাদারীপুরের দুই ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছে পরিবার। স্বজনেরা জানান, তাঁরা ২১ দিন আগে মারা গেলেও গতকাল মঙ্গলবার রাতে মৃত্যুর খবর পাওয়া যায়। মৃত ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চর বাজিতপুর এলাকার জাফর ব্যাপারী (৪০) ও সিরাজুল হাওলাদার (৩৫)। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশে তাঁরা ১ সেপ্টেম্বর বাড়ি ছাড়েন। পুলিশ, এলাকাবাসী ও মৃত দুই ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় এক দালালের মাধ্যমে ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে লিবিয়ায় পৌঁছান জাফর ব্যাপারী ও সিরাজুল হাওলাদার। লিবিয়ার উপকূল থেকে ইতালি যেতে গত ১৪ অক্টোবর ইঞ্জিনচালিত একটি নৌকায় ওঠেন জাফর-সিরাজুলসহ অর্ধশত ব্যক্তি। ভূমধ্যসাগরের মাঝামাঝি এলাকায় যাওয়ার পর নৌকার তেল শেষ হয়ে যায়। পরে সাগরে ভাসতে থাকে নৌকাটি। এক সপ্তাহ পর ২১ অক্টোবর তীব্র শীতে ঠান্ডায় জমে সাগরেই জাফর, সিরাজুলসহ কয়েকজনের মৃত্যু হয়। বিষয়টি দালাল চক্র গোপন রাখলেও গতকাল দুজনের মৃত্যুর খবর পান স্বজনেরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply