Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মুজিবনগর উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন সাইফুল হুদা




মেহেরপুরের মুজিবনগর উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সাইফুল হুদা। সোমবার সকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল হুদা ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি ২০০৫ সালে ময়মনসিংহ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৭ সালে ময়মনসিংহ কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে আনন্দমোহন কলেজ থেকে ২০১৬ সালে ইংরেজি বিষয়ে অনার্স এবং ২০১৭ সালে মাস্টার্স সম্পন্ন করেন। বিসিএসের মাধ্যমে তিনি সহকারী কমিশনার হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি জীবন শুরু করেন। এরপর দিনাজপুরে সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে পদোন্নতি পেয়ে তিনি মুজিবনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। এক সন্তানের জনক সাইফুল হুদা বলেন, “সকলের সহযোগিতা নিয়ে মুজিবনগরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে চাই।” নতুন ইউএনওর যোগদানে স্থানীয় প্রশাসনে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করছেন মুজিবনগরবাসী।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply