বুধবার বাংলাদেশের স্থানীয় সময় ৭টা ৫৫ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ভূমিকম্পে কাঁপল দেশ
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। দেশটির মাওলাইক থেকে ৭৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৩৪ কিলোমিটার গভীরে।
ভূকম্পন অনূভূত হলে অনেকেই আতঙ্কে ভবন থেকে রাস্তায় বের হয়ে আসেন। এই ভূমিকম্পে এখন পর্যন্ত দেশের কোথাও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ চারজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঢাকার মগবাজারের নয়াটোলায় মাদ্রাসাতুল ইহসান মাদ্রাসার বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে।
ভূমিকম্পের পর পর মোবাইল ফোনের নেটওয়ার্কের সমস্যা দেখা দেয়। অনেকেই কল করতে গিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উৎপত্তিস্থলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। ঢাকা থেকে ৪২০ কিলোমিটার পূর্ব দিকে মিয়ানমারে এর উৎপত্তিস্থল।
No comments: