আয-যাকযাকির ৩৭৪ সমর্থককে হত্যা করেছে নাইজেরিয়া সেনাবাহিনী
নাইজেরিয়ার প্রখ্যাত শিয়া আলেম এবং ইসলামী আন্দোলনের নেতা আয়াতুল্লাহ ইব্রাহিম আয-যাকযাকির সমর্থকদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে নাইজেরিয়ার সেনাবাহিনী গত ডিসেম্বরে প্রায় ৩৪৭ ব্যক্তিকে হত্যা করেছে বলে একটি বিশেষ তদন্তে জানা গেছে।
গত সোমবার কাদুনা রাজ্যের একটি সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর কাদুনা রাজ্যের জারিয়া শহরে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে পরিচালিত তদন্তে দেখা গেছে, সেনাবাহিনী শেইখ ইব্রাহিম আয-যাকযাকির সমর্থকদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করেছে। তবে নাইজেরিয়ার সরকার এবং সেনাবাহিনী এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যাকযাকির সমর্থকরা একটি মহাসড়কে অবস্থান নিয়ে সেনাবাহিনীর একটি বহরকে অবরুদ্ধ করার চেষ্টা করে এবং হাত বোমা দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের মুখপাত্র ইব্রাহিম মুসার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল জানিয়েছে, সেনাবাহিনীর হামলায় বহু পরিবার তাদের শিশু সন্তানদের হারিয়েছেন। মুসা বলেন, সরকার এখন এই বর্বরোচিত হত্যাকাণ্ডকে জায়েজ করার অপচেষ্টা করছে। এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই হত্যাকাণ্ডকে 'অগ্রহণযোগ্য' এবং 'ঠান্ডা মাথায় খুন' হিসেবে আখ্যায়িত করেছে।#
No comments: