রোনালদোর হ্যাটট্রিকে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলেই ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে জিনেদিন জিদানের দল।
ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলমান আসরে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
প্রথম লেগের খেলায় ২-০ গোলে পরাজয়ের হতাশা কাটিয়ে গতরাতের ম্যাচে ৩-০ গোলে জার্মান ক্লাব ওলফসবার্গকে পরাজিত করে রিয়াল।
প্রথমার্ধে মাত্র ৮৬ সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করেন রোনালদো। আর ৭৭ মিনিটের মাথায় নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগের ম্যাচটি ছিল রিয়ালের বাঁচা –মরার লড়াই।
গত সপ্তাহেই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলায় ওলফসবার্গের সাথে পরাজয়ের পর এই ম্যাচেই ঘুরে দাড়ালো জিনেদিন জিদানের দল।
No comments: