ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন রোহিত শর্মা
আইপিএলের পঞ্চম ম্যাচে কোলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথম জয় তুলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের প্রথম ম্যাচে রাইজিং পুনে সুপার জায়ান্টসের কাছে হেরে আইপিএলের যাত্রা শুরু করেছিল গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় কেকেআর।
বুধবার কোলকাতার ইডেন গার্ডেন্সে টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে গৌতম গম্ভীরের দল। জবাবে, ১৯.১ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই।
১৮৮ রানের লক্ষ্য নিয়ে ওপেন করতে নামেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা ও পার্থিব প্যাটেল। ৫৪ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন রোহিত। অন্য ওপেনার পার্থিব প্যাটেল ২৩ রানে আউট হয়ে যাওয়ার পর হার্দিক পাণ্ডিয়া মাত্র ৯ রান করে প্যাভেলিয়নে ফিরে যান। ম্যাককালাঘান মাত্র ৮ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। প্রথম ম্যাচে রান না পেলেও দ্বিতীয় ম্যাচে খেলেন ২২ বলে ৪১ রানের ইনিংস। বাটলার আউট হওয়ার পর সেই ওভারেই আন্দ্রে রাসেলকে পর পর তিনটি বাউন্ডারি হাঁকিয়ে মুম্বাইকে জয় এনে দেন অধিনায়ক রোহিত শর্মা। শেষ ওভারের প্রথম বলে জয় সূচক রানটি নেন পোলার্ড। ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।
কোলকাতার হয়ে একটি করে উইকেট নেন আন্দ্রে রাসেল, পিযুষ চাওলা ও কুলদীপ যাদব।
এর আগে ব্যাট করতে নেমে মাত্র ৮ রান করেই প্যাভেলিয়নে ফিরে যান কোলকাতার ওপেনার রবিন উথাপ্পা। তবে, প্রথম ম্যাচের মতো এদিনও দুরন্ত ফর্মে ব্যাট করেন অধিনায়ক গৌতম গম্ভীর। খেলেন ৫২ বলে ৬৪ রানের মূল্যবান ইনিংস। তাকে যোগ্য সঙ্গত দেন মনীশ পাণ্ডে। খেলেন মাত্র ২৯ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস। ১৭ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। পরে ইউসুফ পাঠান অপরাজিত থাকেন ৬ বলে ৯ রান করে আর মুনরো আউট হন ৫ বলে ৪ রান করে। সূর্যকুমার যাদব অপরাজিত থাকেন ১ বলে ৪ রান করে।
মুম্বাইয়ের হয়ে দুটো উইকেট নেন ম্যাকক্লেনাঘেন। একটি করে উইকেট হার্দিক পাণ্ডিয়া এবং হরভজন সিং।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও কোলকাতার একাদশে ছিলেন না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। দলে একটি পরিবর্তন এনেছে কোলকাতা। ডানহাতি পেসার উমেশ যাদবের জায়গায় দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি স্পিনার কুলন্দিপ যাদব। বিদেশি চারজনের কোটায় কলিন মানরো, ব্র্যাড হগ, জন হ্যাস্টিংস ও আন্দ্রে রাসেলকে নামানোয় আরও একবার দর্শক হয়েই থাকতে হলো সাকিবকে।#
No comments: