চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন
ফেব্রুয়ারি মাসে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশের প্রায় ১০০ কোটি ডলার চুরির চেষ্টা হয়।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমানের নেতৃত্বে গঠিত এই টাস্কফোর্সে প্রধানমন্ত্রীর কার্যালয়, অ্যাটর্নি জেনারেলের দপ্তর ও বাংলাদেশ ব্যাংক সহ কয়েকটি মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করবেন।
টাস্কফোর্সের কার্যপরিধিতে বলা হয়েছে, চুরি যাওয়া অর্থ ফেরত আনতে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর আইনগত অবস্থা পর্যালোচনা, যেসব দেশে অর্থ পাঠানো হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন ও আইনগত সহায়তা গ্রহণ এবং দেশ ও বিদেশের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় রক্ষা ইত্যাদি কাজ টাস্কোফোর্স করবে।
এছাড়া, চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে সরকার অথবা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বা পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করবে এই টাস্কফোর্স।
Image caption চুরি যাওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার সাত সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে।
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশের প্রায় একশো কোটি ডলার চুরির চেষ্টা হয়।
এর মধ্যে দশ কোটি ডলার চুরির চেষ্টা সফল হয়, তবে দুই কোটি ডলার এর মধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে।
বাকি আট কোটি ডলার ফিলিপাইনের ক্যাসিনোতে চলে গেলেও তা উদ্ধারে এখনও চেষ্টা চলছে।
No comments: