রাজধানী ঢাকার সুত্রাপুর জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান মিলনায়তনে বাংলাদেশ নারী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক মানব কল্যাণে নারী ও মাদার তেরেসা শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্য খাতে সেরা ও সমাজ সেবক হিসেবে সিটি নাসির্ং হোম মাদার তেরেসা পুরষ্কার গ্রহণ করেছে।
এ ব্যপারে সিটি নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান মেহেরপুরের সাংবাদিকদের জানান, গত ১৮ এপ্রিল বাংলাদেশ নারী কল্যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের নিউজ রির্পোটার কথা সাহিত্যিক নার্গিস জুঁই স্বাক্ষরিত পত্রে আমার প্রতিষ্ঠান মাদার তেরেসা পুরষ্কারে ভূষিত হবার পত্র পাই এবং গত ২৩ এপ্রিল জহির রায়হান মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠানে অতিথি বিচারপতি সিকদার মকবুল হক, বিচারপতি আসগর খান, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায়, ভাষা সৈনিক পরমানু বিজ্ঞানী জসিম উদ্দীন আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, ভেজাল বিরোধী আন্দোলনের উজ্জল নক্ষত্র যুগ্ম সচিব (পরিচালিক, আইন) রোকন উদ দ্দৌলা, নারী নেত্রী বেগম কামরুন নেছা ও কন্ঠশিল্পী ফরিদা পারভীনের হাত থেকে মাদার তেরেসা সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করি।
No comments: