রিপন/ মেহেরপুর জেনারেল হাসপাতালের এক মহিলা পকেটমারকে আটক করে পুলিশের হাতে দিয়েছে জনতা
মেহেরপুর জেনারেল হাসপাতালের এক মহিলা পকেটমারকে আটক করে পুলিশের হাতে দিয়েছে জনতা
মেহেরপুর জেনারেল হাসপাতালের বহির্বিভাগ থেকে হোসনে আরা (৪৫) নামের এক মহিলা পকেটমারকে আটক করে পুলিশের হাতে দিয়েছে জনতা। সোমবার সকালে হাসপাতালে বহির্বিভাগে এক রোগীর এক হাজার টাকা পকেট মারায় সময় হাতে নাতে ধরে তাকে পুলিশে দেয়া হয়। তার বাড়ি গাংনী উপজেলার তেরাইল গ্রামের আব্দুস সামাদের স্ত্রী। >
জানা গেছে, পকেটমার হোসনে আরা মেহেরপুর জেনারেল হাসপাতালের বহিবিভাগে টিকিট কাটার জন্য মহিলা লাইনে দাঁড়ায়। এসময় তার পাশে দাড়ানো দুই মহিলার বোরখার পকেটে থাকা এক হাজার টাকা পকেট মারায় সময় তাকে হাতে নাতে ধরে ফেল অন্য মহিলা। এ সময় তাকে গনপিটুনি দিয়ে পুলিশের হা
Tag:
No comments: