ঐতিহাসিক মুজিবনগর দিবসে লাখো মানুষের সুব্যাবস্থা থাকবে--- আব্দুস সামাদ. বিভাগীয় কমিশনার ,খুলনা.
সুমন/রিপন/খোকন//ঐতিহাসিক মুজিবনগর দিবসে লাখো মানুষের সুব্যাবস্থা থাকবে--- আব্দুস সামাদ. বিভাগীয় কমিশনার ,খুলনা.
শুক্রবার সন্ধ্যায় মুজিবনগর পর্যটন মোটেলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের প্রস্তুতি নিয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ। এই মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেনমেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ ,মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম,মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, (সার্বিক) খাইরুল হাসান, মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান,মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈনুল হাসান,মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভুমি) শাহীনুজ্জামান।মেহেরপুরে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন তোজাম্মেল আযম, রশিদ হাসান খান আলো, মহাসিন আলী, আবু লায়েস লাবলু, মীর সউদ আলী চন্দন, ইয়াদুল মোমিন প্রমুখ।
No comments: