আলপনা বাঙালীর ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিশে আছে----ড. শিরীন শারমিন চৌধুরী, স্পিকার জাতীয় সংসদ
আলপনা বাঙালীর ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিশে আছে----ড. শিরীন শারমিন চৌধুরী, স্পিকার জাতীয় সংসদ
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আলপনা বাঙালীর ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিশে আছে। এতে বাঙালী জীবনের ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিক প্রতিফলিত হয় এবং বাঙালীত্ব ফুটে ওঠে।
তিনি গতকাল বুধবার রাতে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউয়ে ‘বাঙালীর প্রাণের উৎসব রঙে রঙে রঙিন বৈশাখ-১৪২৩’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সর্বক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে স্পিকার বলেন, নববর্ষে আমরা নতুন উদ্যোমে, নতুন প্রত্যয়ে দেশ গড়ায় অংশ নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই সমান তালে’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নাট্যব্যক্তিত্ব আলী যাকের, চিত্রশিল্পী মনিরুজ্জামান এবং মহসীন হাবীব চৌধুরী বক্তৃতা করেন।
No comments: