ম্যাচের সেরা অ্যারন ফিঞ্চ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষষ্ঠ ম্যাচে রাইসিং পুণে সুপার জায়ান্টকে ৭ উইকেটে হারিয়েছে গুজরাট লায়ন্স।
রাজকোটে টসে জিতে প্রথমে ব্যাট করে ওপেনার ফাফ দুপ্লিসির ৬৯ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রানের লড়াকু স্কোর গড়েছিল মহেন্দ্র সিংহ ধোনির দল পুনে। কিন্তু ১২ বল বাকি থাকতেই জয় তুলে নেয় সুরেশ রায়নার গুজরাট।
গুজরাট লায়ন্সের দুই বিদেশি ওপেনার অ্যারন ফিঞ্চ ও ব্রেন্ডন ম্যাককালাম উড়ন্ত সূচনা এনে দেন। পুনের বোলারদের বেধড়ক পিটিয়ে ব্যাটিং পাওয়ার প্লে’র ছয় ওভারে তারা ৬২ রান সংগ্রহ করেন।
অশ্বিনের বলে ইশান্ত শর্মাকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফেরার আগে ৩৬ বলে ৫০ রানের ঝকঝকে ইনিংস খেলেন ফিঞ্চ।
ফিঞ্চ আউট হলেও আরেকপ্রান্ত আগলে রেখে দলের রানের চাকা সচল রাখেন ম্যাককালাম। ১১তম ওভারে দলের রান শত পার হয়। ৯ উইকেট হাতে রেখে জয়ের পথেই হাটছিল গুজরাট। কিন্তু ইশান্ত শর্মার বলে কাভারে ক্যাচ আউট হন ম্যাককালাম। ৩১ বলে ৩টি চার ও সমানসংখ্যক ছয়ে তিনি করেন ৪৯ রান।
এর পর সুরেশ রায়না এসে সাময়িক ভরসা দিলেও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে ব্যর্থ। ২৪ রান করে অশ্বিনের বলে স্ট্যাম্প আউট হয়ে ফিরে যান তিনি। এর পর বাকি কাজটি করে যান ব্র্যাভো। ২২ রান করে অপরাজিত থাকেন তিনি। জাদেজা অপরাজিত থাকেন ৪ রানে। টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল গুজরাট।
পুনের হয়ে দুটি উইকেট নেন মুরুগান অশ্বিন। একটি উইকেট ইশান্ত শর্মার। ম্যাচের সেরা হয়েছেন অ্যারন ফিঞ্চ।
এর আগে ওপেন করতে নেমে ২১ রান করে প্যাভেলিয়নে ফিরে যান অজিঙ্ক রাহানে। ইনিংসের চতুর্থ ওভারে প্রবিন তাম্বের বলে ১৭ বলে ২১ রান করে সাজঘরে ফিরে যান তিনি। রাহানের বিদায়ের পর অপর ওপেনার ফাফ দু প্লেসি অভিজ্ঞ কেভিন পিটারসনকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন। ১৪তম ওভারে ৩৭ রানে কেভিন পিটারসনকে আউট করেন ডোয়াইন ব্রাভো। পরের ওভারেই তাম্বের লেগ স্পিনে ডাউন দ্যা উইকেটে এসে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন ফাফ দুপ্লিসি। আউট হওয়ার আগে তিনি করেন ৪৩ বলে ৬৯ রান।
এর পর স্মিথ ৫, মার্শ ৭ করে আউট হন। শেষের দিকে ধোনির ১০ বলে ২২ রানের ওপর ভর করে পুনের সংগ্রহ দাঁড়ায় ১৬৩ রান।
গুজরাটের হয়ে দুটি করে উইকেট নেন তাম্বে ও জাদেজা। একটি নেন ব্র্যাভো।#
No comments: