সুদান থেকে সোনা ও ইউরেনিয়াম পাচার করছে ইসরাইলের বাণিজ্য সংস্থারা
সুদান থেকে সোনা ও ইউরেনিয়াম পাচার করছে ইসরাইলের বাণিজ্য সংস্থারা
ইহুদিবাদী ইসরাইলের বাণিজ্য সংস্থাগুলো সুদানের খনি থেকে ইউরেনিয়াম এবং সোনা পাচার করছে। সুদানের জঙ্গিদের সঙ্গে জোট বেঁধে দক্ষিণ কোরদোফান রাজ্য থেকে এ সব মূল্যবান ধাতু পাচার করে ইহুদিবাদী ইসরাইলে নিয়ে যাওয়া হচ্ছে।
স্থানীয় প্রধান হাসান আবদুল্লাহ দুদু বলেন, সুদান পিপলস লিবারেশন-নর্থ বা এসপিএলএম-এন নিয়ন্ত্রণ এলাকাগুলোতে খনি থেকে ধাতু তুলছে ইসরাইলিরা। পরে এগুলো দক্ষিণ সুদানে পাচার করছে এবং সেখান থেকে এ সব ধাতুসহ অন্যান্য ধাতুও ইসরাইলে পাঠিয়ে দেয়া হচ্ছে। দক্ষিণ কোদোফান রাজ্যের কৌশলগত উমম সারদাবাদ জেলায়ও ড্রিলিং তৎপরতায় নিয়োজিত রয়েছে চোরাচালানকারীরা।
এদিকে ২০১৪ সালের ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, এসপিএলএম-এন ব্যাপক সোনা পাচার করছে এবং নিজেদের জঙ্গি তৎপরতা এবং সুদান সরকারের বিরুদ্ধে হামলার পিছে এ অর্থ ব্যয় করছে।# পারস টুডে
No comments: