তুরস্কে ওআইসি'র শীর্ষ সম্মেলন শুরু;
তুরস্কের ইস্তাম্বুলে আজ (বৃহস্পতিবার) ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন দুই দিন ধরে চলবে। আজকের সম্মেলনের প্রতিপাদ্য হলো- 'শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় ঐক্য ও সংহতি'। উগ্রবাদ ও সন্ত্রাসবাদসহ মুসলিম বিশ্বের মূল সমস্যাগুলো মোকাবিলার উপায় নিয়ে সেখানে আলোচনা হচ্ছে।
ওআইসি শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজও অংশ নিচ্ছেন। সম্মেলনের অবকাশে কয়েকজন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সঙ্গে ড. রুহানির বৈঠক হতে পারে।
ইরাক, সিরিয়া, ইয়েমেন ও ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে যখন সহিংসতা চলছে, তখনি ইস্তাম্বুলে মুসলিম নেতাদের এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন শেষে ফিলিস্তিনের বিষয়ে একটি ইশতেহার ঘোষণা করা হবে বলে জানা গেছে।
গত মঙ্গলবার ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে মোহাম্মাদ জাওয়াদ জারিফ মুসলিম বিশ্বের সৌদি ভূমিকার সমালোচনা করেছেন।#পারস টুডে
No comments: