সিরিয়ায় মানবিক বিপর্যয়ের মুখে দারায়া শহর
কমপক্ষে চার হাজার মানুষ দারায়া শহরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।
সিরিয়ায় দারায়া শহর মানবিক সংকটের দ্বারপ্রান্তে রয়েছে বলে সাবধান করে দিয়েছে জাতিসংঘের কর্মকর্তারা।
জাতিসংঘের জরুরী ত্রাণ বিতরণ সংস্থার সমন্বয়ক স্টিফেন ও-ব্রায়ান বলছেন সেখানে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে।
রয়েছে বিশুদ্ধ পানি ও ঔষধ সংকট।
চলমান শান্তি আলোচনা এবং যুদ্ধ বিরতিও ভেঙে পড়ার মুখে রয়েছে।
তিন বছরের বেশি সময় ধরে সিরিয়ার দারায়া শহরটি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
সেখানে কমপক্ষে ৪ হাজার মানুষজন অবরুদ্ধ অবস্থায় রয়েছে।
শহরটিতে সর্বশেষ মানবিক সাহায্য গেছে ২০১২ সালের নভেম্বরে।
জাতিসংঘের জরুরী ত্রাণ বিতরণ সংস্থার সমন্বয়ক স্টিফেন ও-ব্রায়ান বলছেন, সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেয়ার ব্যাপারে সিরিয় কর্তৃপক্ষের কাছে বহুবার অনুমতি চাওয়া স্বত্বেও তারা কর্ণপাত করে নি।
এমাসে জাতিসংঘ সেখানকার পরিস্থিতির যাচাই করার সুযোগ পেয়েছে।
যাতে দেখা যাচ্ছে দারায়া শহর প্রায় ধ্বংসের মুখে। সেখানে খাদ্য দ্রব্যের ভয়াবহ সংকট রয়েছে।
রয়েছে খাবার পানির সংকট।
তিন বছর ধরে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।
জাতিসংঘ বলছে সিরিয়াতে ১৮ টি অবরুদ্ধ এলাকা রয়েছে।
সেসব এলাকায় পাঁচ লাখের মতো মানুষ আটকে পড়েছেন।
সহায়তার অভাবে ঐ এলাকাগুলো বিপর্যস্ত।
ওদিকে জেনেভাতে চলমান শান্তি আলোচনা প্রায় ভেঙে পরার অবস্থায় চলে গেছে।
গত আট সপ্তাহ আগে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে সেটি বহাল রাখা যাবে কিনা সেনিয়ে আশংকা তৈরি হয়েছে।
সরকারি বাহিনী যুদ্ধবিরতি ভঙ্গ করছে এই অভিযোগে আলোচনা থেকে বেরিয়ে গেছে বিরোধীরা।
No comments: