ভোটাররা যাতে নির্বিগ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে--- হামিদুল আলম,এসপি,মেহেরপুর.
গাংনী থানা পুলিশ কর্তৃক আয়োজিত গাংনী উপজেলা অডিটরিয়াম সেন্টারে অনুষ্ঠিত গাংনী থানার ০৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন/২০১৬ সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করার লক্ষেে প্রতিদ্বন্দ্বী প্রর্থীদের সাথে মতবিনিময় সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ হামিদুল আলম, পুলিশ সুপার মেহেরপুর মহোদয়। অন্যান্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শ্রী পরিমল সিংহ, জেলা প্রসাশক, মেহেরপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রোকনুজ্জামান, জেলা নির্বাচন অফিসার, মেহেরপুর, অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাঃ সরওয়ার হোসেন, উপজেলা নির্বাচন অফিসার, গাংনী, মেহেরপুর জনাব শেখ মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মেহেরপুর, জনাব মোহাম্মদ আকরাম হোসেন, অফিসার ইনচার্জ গাংনী থানা মেহেরপুরসহ গন্যমান্য আরও অনেকে।
একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান বলেন, নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালিত হলে বিশৃংখলার সুযোগ কমে যায়। প্রার্থী যেই হোন না কেন তিনি যদি আচরণ বিধিমালা ভঙ্গ করেন তাহলে কঠোর হস্তে দমন করা হবে। যে প্রার্থীকে পছন্দ, ভোটাররা তাদেরকেই ভোট দিবে। পেশিশক্তির প্রয়োগ করে ভোট ডাকাতির কোন সুযোগ দেওয়া হবে না। অস্থিতিশীল পরিবেশ যদি কেউ সৃষ্টি করেন তাহলে তাকেই দায়ভার নিতে হবে।
অবাধ, সুষ্ট, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে যা যা করার দরকার তা-ই করা হচ্ছে বলে হুশিয়ারী করেন এসপি ও এডিসি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার সরওয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান, জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান, র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি রজমান আলী, এএসপি (সার্কেল) মোস্তাফিজুর রহমান, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ও আনছার ভিডিপি কর্মকর্তা মহিবুল ইসলাম।
অনুষ্ঠানে নির্বাচনের সুষ্ট পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে প্রতিদ্বন্দী প্রার্থীদের রিরুদ্ধে নানা অভিযোগ করেন বিভিন্ন ইউপির চেয়ারম্যান প্রার্থীবৃন্দ। বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম, সোহেল আহম্মেদ, আব্দুল আলিম, আখেরুজ্জামান, জিহাদ আলী, হামিদুল হক, শহিদুল ইসলাম বিশ^াস, বাসিরুল আজিজ হাসান, গোলাম ফারুক, আলফাজ উদ্দীন কালু, নাজমুল হুদা বিশ^াস, মনজুর হোসেন টকি, আয়ুব আলী, গোলাম সরওয়ার, হাফিজুর রহমান, মনিরুজ্জামান মনি, আলম হুসাইন, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম, আবু নাতেক ও আব্দুল মালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীরা।
No comments: