অসুস্থ্য গরুর মাংস বিক্রির অপরাধে মুজিবনগরে কসাইয়ের জেল-জরিমানা
অসুস্থ্য গরুর মাংস বিক্রির অপরাধে মুজিবনগরে কসাইয়ের জেল-জরিমানা
মেহেরপুরের মুজিবনগরে অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে ময়নুদ্দিন ওরফে ময়না কসাইকে ২৫হাজার টাকা জরিমানা অনাদায়ে চার মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে ৩ টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দীন ওই দন্ডাদেশ দেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান- মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রি করছে এমন গোপন সংবাদ পেয়ে তিনি সংগীয় ফোর্স নিয়ে ময়নুদ্দিন ওরফে ময়না কসাইকে আটকসহ অসুস্থ্য গরুর মাংস উদ্ধার করে থানায় নেই। বুধবার বিকেলে তাকে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করলে আদালত পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন ২০১১ এর ২৪ (১) ধারায় দোষী প্রমান হওয়ায় ময়নুদ্দিন ওরফে ময়না কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের কারাদন্ডাদেশ দেন।
Tag: lid news
No comments: