চুরির দায়ে ‘মহেঞ্জোদড়ো’
চিত্রনাট্য চুরির অভিযোগ উঠল পরিচালক আশুতোষ গোয়ারিকরের বিরুদ্ধে। এমনকী তাঁর বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলাও করেছেন চিত্রনাট্যকার–পরিচালক অক্ষয়াদিত্য লামা। তাঁর অভিযোগ, ‘মহেঞ্জোদড়ো’-র চিত্রনাট্য আশুতোষের নিজের লেখা নয়। তিনি আমার গল্প থেকে থেকে চুরি করেছেন! ১৯৯৫ সালে অক্ষয়াদিত্য ‘মহেঞ্জোদড়ো’-র চিত্রনাট্য লেখেন। কাজের খোঁজে দু’বছর পর মুম্বই এসে আশুতোষ–সহ অনেককেই সেটি শোনান। এরপর ২০১০ সালে জানতে পারেন, আশুতোষ গোয়ারিকর সিন্ধু সভ্যতা নিয়ে সিনেমা করতে চলেছেন। এরপর তাঁকে মেল করেও কোনও জবাব পাননি অক্ষয়াদিত্য। তাই বোম্বে হাইকোর্টে মামলা করেন তিনি। ১২ জুলাই সেই মামলার প্রথম শুনানি ছিল। পরবর্তী শুনানি ২৬ জুলাই। ঋত্বিক রোশন,পূজা হেগড়ে অভিনীত ‘মহেঞ্জোদড়ো’ মুক্তি পাবে ১২ আগস্ট।
No comments: