প্রধানমন্ত্রীর চিঠি শীর্ষেন্দু‘র হাতে হস্তান্তর ॥ লেখাপড়ার দায়িত্ব নিল স্কুল কর্তৃপক্ষ
পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার ৪র্থ শ্রেণীর ছাত্র শীর্ষেন্দু বিশ্বাসের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা চিঠি।
শীর্ষেন্দু নিজের পরিবারসহ মানুষের কষ্টের কথা জানিয়ে পায়রা নদীর ওপর একটি সেতু নির্মাণের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই চিঠির জবাব দিয়েছেন। তাকে আশ্বস্ত করেছেন, সেতু হবে।
আজ সকালে প্রধানমন্ত্রীর সেই চিঠিটি শীর্ষেন্দুর হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক খান মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং দৈনিক পটুয়াখালী বার্তার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট তারিকুজ্জামান মনি, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, মিজাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এ.কে.এম শামিমুল হক সিদ্দিকী জানান, শীর্ষেন্দুর লেখাপড়ার যাবতীয় খরচ জুবিলী স্কুল কর্তৃপক্ষ বহন করবে।
পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক খান মোশারেফ হোসেন শীর্ষেন্দুর জন্য জেলা পরিষদের তহবিল থেকে পঞ্চাশ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুফতী সালাহউদ্দিন, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি আব্দুল মোতালেব মোল্লা, জেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জালাল আহমেদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির মাহমুদ সেলিম, শীর্ষেন্দু বিশ্বাসের নানা অবিনাশ চন্দ্র সন্নামত, মা শীলা রানী সন্নামত প্রমুখ।
পরে শীর্ষেন্দু নিজের লেখা চিঠিটি পাঠ করে উপস্থিত শ্রোতাদের শোনান।
No comments: