সম্প্রতি অধিকাংশ জাতীয় জরিপেই হিলারি এগিয়ে রয়েছেন
সম্প্রতি অধিকাংশ জাতীয় জরিপেই হিলারি এগিয়ে রয়েছেন। তা ছাড়া সিদ্ধান্তহীন ভোটারের জন্য যেসব অঙ্গরাজ্য প্রার্থীর জয়ে বেশ প্রভাবশালী ভূমিকা রাখে, সেই সুইং স্টেটস খ্যাত ওহাইও ও ক্যারোলাইনায় বেশ এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী। সর্বশেষ রয়টার্স/ইপসোস জরিপে জাতীয় ক্ষেত্রে ট্রাম্পের চেয়ে হিলারি ৪ পয়েন্ট এগিয়ে।
তবে সিএনএন/ওআরসির চালানো আরেক জরিপে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই অঙ্গরাজ্য কলোরাডো ও পেনসিলভানিয়ায় দুই প্রার্থীর জনপ্রিয়তার ব্যবধান একেবারেই কমে এসেছে। হিলারি মাত্র ১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। হিলারিকে সম্ভাব্য ভোটারের ৪৫ শতাংশ সমর্থন দিয়েছে। আর ট্রাম্পকে সমর্থন দিয়েছে ৪৪ শতাংশ। বাকি ৬ শতাংশ লিবারেটারিয়ান প্রার্থী গেরি জনসন ও ৩ শতাংশ সমর্থন পেয়েছেন গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন।
দুই অঙ্গরাজ্যেই শিক্ষিত শ্বেতাঙ্গদের মধ্যে হিলারি-ট্রাম্প প্রশ্নে ব্যাপক বিভক্তি রয়েছে। শ্বেতাঙ্গ গ্র্যাজুয়েটদের সমর্থন পাওয়ার ক্ষেত্রে হিলারি পেনসিলভানিয়ায় ১১ পয়েন্ট ও কলোরাডোতে ১৬ পয়েন্টে এগিয়ে। সিএনএন/ওআরসি ২০-২৫ সেপ্টেম্বরের মধ্যে এ জরিপ চালায়।
No comments: