Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » গাংনী উপজেলার বালিয়াঘাট ফেন্সিডিলসহ মাদক পাচারকারী আটক




সুমন//.রিপন//খোকন//
/গাংনী  উপজেলার বালিয়াঘাট ফেন্সিডিলসহ মাদক পাচারকারী আটক
 গাংনীতে  রইছন নেছা (৪০) নামের এক মাদক পাচারকারীকে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে গাংনীর পীরতলা পুলিশ ক্যাম্পের একটি টীম তাকে এ উপজেলার বালিয়াঘাট থেকে আটক করে।
আটক রইছন নেছা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বকমারীর চর গ্রামের আব্দুল গফুরের স্ত্রী। তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, রইছন নেছা সীমান্ত এলাকা থেকে নসিমন যোগে ফেন্সিডিল পাচার করছে মর্মে সংবাদের ভিত্তিতে পীরতলা পুলিশ ক্যাম্পের একটি টীম বালিয়াঘাট নামক স্থানে বেরিকেড দেয়। এসময় নসিমনের যাত্রীদের ব্যাগ তল্লাশী চালিয়ে রইছন নেছার ব্যাগে ফেন্সিডিল পাওয়া গেলে তাকে আটক করা হয়।





মেহেরপুরে কাথুলী সড়কের রানা ফারর্মসীর ৩ হাজার এবং মেহেরপুর কলেজ সড়কে মাদ্রাজ হারবালের ৫ হাজার টাকা জরিমানা   


মেহেরপুরের একটি ঔষধের দোকানে ফ্রিজে রাখা ঔষধের সাথে মাৎস, ঔষধের প্যাকেটে শ্যওলা! ভ্রাম্যমান আদালত এমনি একটি দোকান মালিকের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার দুপুরে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি রামানন্দ পাল এ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক রামানন্দ পাল জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় শহরের কাথুলী সড়কের সেবা ফার্মেসীতে রাখা ফ্রিজ খুলে দেখতে পাই সেখানে মাংস এবং বিভিন্ন ধরনের ঔষধ রাখা হয়েছে। ঔষধের প্যাকেটে শ্যওলা জমে থাকাসহ মেয়াদ উর্ত্তীন ঔষধ পাওয়ায় ১৯৫০ সালের ঔষধ আইনের ১৮ এর (এ) ২৭ ধারায় দোকান মালিক সুরুজ হোসেনের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে একই সময়ে কাথুলী সড়কের রানা ফারর্মসীর ৩ হাজার এবং মেহেরপুর কলেজ সড়কে মাদ্রাজ হারবালের ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।













«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply