ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি'র ছয় সদস্যকে আটক করেছে দেশটি আইনশৃংখলা বাহিনী। এদের মধ্যে তিনজন বাংলাদেশের নাগরিক বলে দাবি করা হয়েছে।
সোমবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) তাদের আটক করে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- আনোয়ার হোসেন ফারুক ওরফে ইনাম ওরফে কালুভাই, জাহিদুল শেখ ওরফে জাফর ওরফে জাবিরুল, মোহাম্মদ রফিক ওরফে রুবেল ওরফে পিছি, মাওলানা ইউসুফ ওরফে বক্কর ওরফে আবু খেতাব, শাহিদুল ওরফে সূর্য ওরফে শামিম ও আবদুল কালাম ওরফে কলিম।
জেএমবির এই সদস্যরা ভারতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে এসটিএফ।
সংস্থাটি আরও জানায়, গ্রেফতারকৃতরা ২০১৪ সালে বর্ধমান জেলার খাগড়াগড়ে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটনার সঙ্গে জড়িত। ওই ঘটনার পর উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতে তারা পালিয়ে গিয়েছিল। সোমবার পশ্চিমবঙ্গ ও আসামের একাধিক জায়গা থেকে ওই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
No comments: